ভারতের জিডিপি প্রবৃদ্ধি কমে ১৫ মাসে সর্বনিম্ন

indias-gdp

আন্তর্জাতিক ডেস্ক : চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের প্রবৃদ্ধির হার কমে গেছে। শুক্রবার ভারত সরকারের প্রকাশিত ডেটা থেকে জানা যায়, এই প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার কমে ৬ দশমিক ৭ শতাংশে নেমে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বলছে, গত ১৫ মাসের মধ্যে এই হার সর্বনিম্ন।

indias-gdp

গত অর্থবছরের শেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ভারতের প্রবৃদ্ধির হার ছিল ৭ দশমিক ৮ শতাংশ। ভারতের লোকসভা নির্বাচনের আগে সরকারি ব্যয় বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধির পালেও হাওয়া লাগে। কিন্তু তা এই প্রান্তিকে মুখ থুবড়ে পড়েছে। নিকট অতীতে এত কম প্রবৃদ্ধির হার দেখেনি ভারত।

এর আগে সম্প্রতি ৫২ জন অর্থনীতিবিদের ওপর পরিচালিত জরিপের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছিল, এপ্রিল-জুন প্রান্তিকে ভারতের প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৯ শতাংশে নেমে আসতে পারে। এক বছরের মধ্যে কোনো প্রান্তিকে এবারই জিডিপি প্রবৃদ্ধির হার ৭ শতাংশের নিচে নেমে আসবে। সরকারি হিসাবে হলোও তাই।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রধান ও অন্যতম কারণ হতে পারে তাপপ্রবাহ। এ ছাড়া লোকসভা নির্বাচনের কারণেও এমন হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তবে, শিল্প-কারখানায় উৎপাদন বেড়েছে।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) ভারতের প্রবৃদ্ধির হার কমে গেলেও এ বছর শেষে এই হার ৭ শতাংশে থাকবে বলেই মত দিয়েছেন দেশটির অর্থনীতিবিদেরা। আর সেটি হলে টানা ৪ বছর ৭ শতাংশ কিংবা এর বেশি প্রবৃদ্ধির হার থাকবে ভারতে।