আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সবচেয়ে দামি ফ্ল্যাট বিক্রি হয়ে গেল। যার দাম অনেকের ধারনার বাইরে। এই বিপুল অর্থ খরচ করে ফ্ল্যাটটি কিনল দেশের এক ব্যবসায়ী গোষ্ঠীর পরিবার।
ট্রিপলেক্স ফ্ল্যাটটি সমুদ্রের দিকে মুখ করা। একটি আকাশচুম্বী বর্ধিষ্ণু আবাসনের ২৬ থেকে ২৮ তলা পর্যন্ত নিয়ে এই অতি সুসজ্জিত ফ্ল্যাট।
ফ্ল্যাটটি মোট ২৭ হাজার বর্গফুটের। এটি মুম্বইয়ের বর্ধিষ্ণু এলাকা হিসাবে পরিচিত মালাবার হিলসে অবস্থিত। যার সামনেই আরব সাগর।
ফ্ল্যাটটি কিনেছে তাপারিয়া গোষ্ঠীর পরিবার। ভারতের অন্যতম শিল্প গোষ্ঠীর কেনা এই ফ্ল্যাটটি তৈরিও করেছে এক বিখ্যাত সংস্থা। লোধা গ্রুপের তৈরি এই আবাসনের এই ফ্ল্যাটটি অবশ্যই শুধু ফ্ল্যাট নয়, একটা অনন্য প্রাপ্তি।
সেই ফ্ল্যাট ৩৬৯ কোটি টাকা খরচ করে কিনে নিল তাপারিয়া পরিবার। হিসাব বলছে ভারতে এযাবৎ এত দাম দিয়ে কোনও ফ্ল্যাট বিক্রি হয়নি। এটির দামই সবচেয়ে বেশি। সেদিক থেকে ফ্ল্যাট কেনার পাশাপাশি রেকর্ডও গড়ল তাপারিয়া পরিবার।
সুসজ্জিত এই ফ্ল্যাটে নানান সুবিধা রয়েছে। লোধা গ্রুপের তৈরি মালাবার হিলসে একাধিক অতি দামি ফ্ল্যাটের আবাসন রয়েছে। তারই একটি এই লোধা মালাবার সুপার লাক্সারি রেসিডেন্সিয়াল টাওয়ার।
তারই ২৬ থেকে ২৮ তলা নিয়ে তাপারিয়া পরিবারের ফ্ল্যাটটি এখন অনেকেই একবার চোখের দেখা দেখতে চাইছেন। দেশের সবচেয়ে দামি ফ্ল্যাট ঠিক কেমন দেখতে হয় সেটা দেখার ইচ্ছা রয়েছে অনেকের।
স্বামী ভিক্ষা করলেও স্ত্রীর ভরণপোষণের দায় তার : ভারতীয় আদালত
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।