স্পোর্টস ডেস্ক : ভারতীয় ওপেনার প্রতিকা রাওয়ালের ব্যাটে চলছে দুর্দান্ত ফর্মের ধারাবাহিকতা। টানা পাঁচটি ইনিংসে পঞ্চাশোর্ধ্ব রান করে তিনি গড়েছেন নতুন এক বিশ্বরেকর্ড। প্রায় ২৮ বছর আগে গড়া ইংল্যান্ডের কিংবদন্তি ব্যাটার শার্লট এডওয়ার্ডসের রেকর্ড ভেঙে দিয়েছেন এই ২৪ বছর বয়সী ক্রিকেটার।
কলম্বোয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে ৯১ বলে ৭৮ রানের অনবদ্য ইনিংস খেলার সময়েই রাওয়াল পৌঁছে যান ক্যারিয়ারের প্রথম ৫০০ রানে। এটি করতে তার লেগেছে মাত্র ৮ ইনিংস—যেখানে এডওয়ার্ডসের সময় লেগেছিল ৯ ইনিংস।
মেয়েদের ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ৫০০ রানের রেকর্ড এখন রাওয়ালের দখলে। নারী ও পুরুষ মিলিয়ে এই রেকর্ডে তার চেয়ে এগিয়ে রয়েছেন কেবল দক্ষিণ আফ্রিকার ইয়ানেমান মালান, যিনি ৭ ইনিংসে এই মাইলফলকে পৌঁছান।
রাওয়ালের ব্যাট থেকে এখন পর্যন্ত এসেছে ৮ ইনিংসে ৫৭২ রান। তার গড় ৮১.৭১ এবং স্ট্রাইক রেট ৯২.৭১। এর মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি। তিনি তিনবার হয়েছেন ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ এবং একবার ‘প্লেয়ার অব দ্য সিরিজ’।
দ্রুততম এক হাজার রানের রেকর্ডের দিকেও দারুণভাবে এগোচ্ছেন রাওয়াল। বর্তমানে মেয়েদের ওয়ানডেতে এই রেকর্ড অস্ট্রেলিয়ার লিন্ডসে রিলারের, যিনি ২৩ ইনিংসে মাইলফলকে পৌঁছেছিলেন। পুরুষদের মধ্যে এই রেকর্ড আছে পাকিস্তানের ফখর জামানের, ১৮ ইনিংসে।
রাওয়ালের আন্তর্জাতিক অভিষেক ঘটে গত ডিসেম্বরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে। ওই সিরিজে তিন ম্যাচে তিনি করেন ৪০, ৭৬ ও ১৮ রান। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে তার পারফরম্যান্স ছিল চোখ ধাঁধানো—৮৯, ৬৭ ও ১৫৪ রান করে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি।
চলমান ত্রিদেশীয় সিরিজেও তার ফর্ম অটুট। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে আনেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের চতুর্থ ওভারে পৌঁছে যান ৫০০ রানে।
এদিন তার ইনিংস থামে ৩১তম ওভারে—৭৮ রান করে বোল্ড হয়ে ফেরেন। তার ইনিংসে ছিল ৭টি চার ও ১টি ছক্কা। এটি ছিল টানা পঞ্চম ফিফটি, যা নারী ওয়ানডেতে বিরল এক কীর্তি। টানা ছয় ফিফটি আছে এডওয়ার্ডস, রিলার ও এলিস পেরির, আর সর্বোচ্চ সাত ইনিংস টানা ফিফটি করেছেন মিতালি রাজ। রাওয়ালের সামনে এখন সেই রেকর্ড স্পর্শের সুযোগ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।