আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৪০ শতাংশ সম্পদ মাত্র ১ শতাংশ ধনী ব্যক্তির কাছে মুষ্টিবদ্ধ। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফামের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ভারতে ধনকুবেরের সংখ্যা বেড়ে হয়েছে ১৬৬। ২০২০ সালে যা ছিল ১০২ জন। অক্সফামের দাবি, এর মাধ্যমে দেশে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। সেই সঙ্গে দেশে সম্পদ বণ্টনে বৈষম্যও বেড়েছে।
ধনীদের সম্পদের আড়াই শতাংশ দান করলে দেশের প্রায় দেড় কোটি শিশু স্কুলে ফিরে যেতে পারে। অক্সফাম ইন্ডিয়ার সিইও জানিয়েছেন, ভারতের দরিদ্র মানুষ আর্থিক বৈষম্যের কারণে দিন দিন ভুগছে। প্রতিবেদনে দেখা গেছে, ধনীদের তুলনায় দরিদ্রদের কর বেশি আরোপ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।