স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে জয়ে শুরু করল ভারত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু বিরাট কোহলিদের।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের গুঁড়িয়ে দিয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করল ভারত।
এদিন টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে ১৬ ওভারে ৯৬ রানে অলআউট আয়ারল্যান্ড ক্রিকেট দল।
টার্গেট তাড়া করতে নেমে রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে ৪৬ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের জয়ে ৩৭ বলে চারটি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৫২ রান করেন অধিনায়ক রোহিত শর্মা। ২৬ বলে তিন চার আর দুটি ছক্কার সাহায্যে ৩৬ রান করে অপরাজিত থাকেন ঋষভ পন্থ।
এই ম্যাচের আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই দেখায় ৭ ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মাত্র এক ম্যাচে অংশ নেয়। ২০০৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় ভারত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।