ইন্দোনেশিয়ায় ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে নিহত ১৫

ভূমিধস

জুমবাংলা ডেস্ক : ভারী বৃষ্টিপাত ও ভূমিধসে দক্ষিণ চীন সাগরের তীরে অবস্থিত ইন্দোনেশিয়ার নাতুনা অঞ্চলে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে নিখোঁজ রয়েছেন অনেকে।

ভূমিধস

সোমবার (৬ মার্চ) দুর্গম সেরাসান দ্বীপের বনাঞ্চলে প্রবল বৃষ্টিপাতের পর এই ভূমিধসের ঘটনা ঘটে।

দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, ভূমিধসের অবস্থান ও অব্যাহত বৃষ্টিপাতের কারণে অনুসন্ধানের পাশাপাশি উদ্ধারকাজও জটিল হয়ে পড়েছে।

নাটুনা সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আবদুর রহমান বার্তা সংস্থা এএফপিকে বলেন, ১৫ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। এতে প্রায় ৫০ জন নিখোঁজ রয়েছেন। আবহাওয়া বদলে যাচ্ছে। বাতাস এখনও জোরে বইছে।

বাথটাব থেকে মিলল মডেলের মরদেহ

ইন্দোনেশিয়া বর্ষাকালে ভূমিধসের ঝুঁকিতে রয়েছে, কিছু জায়গায় বন উজাড়ের কারণে এই সমস্যা বৃদ্ধি পেয়েছে। দীর্ঘায়িত ভারী বৃষ্টিপাতের ফলে দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে।