বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Infinix 10 GT Pro বাজারের আসন্ন স্মার্টফোন। যাকে ঘিরে শোরগোল নেটদুনিয়ায়। আর কেনই বা হবে না? 16GB র্যাম, 256GB স্টোরেজের মতো দারুণ সব ফিচার্স নিয়ে আসছে এই মোবাইল। ইতিপূর্বে ফ্লিপকার্টে টিজার প্রকাশ হয়েছে স্মার্টফোনের। তা থেকেই অনেকের ধারণা খুব শীঘ্রই লঞ্চ হবে এই স্মার্টফোন।
বাজারে গুঞ্জন, অগাস্ট মাসে দেশের মোবাইল বাজারে ভিড়বে Infinix GT 10 সিরিজ। এই সিরিজের মধ্যে GT 10 Pro-এর ডিজাইন অনেকটা নকল করা হয়েছে নাথিং ফোনের মতো। এই ফোনের ছবিগুলি ফাঁস হয়েছে তাতেই দেখা গিয়েছে দুই ফোনের ব্যাক প্যানেলের মধ্যে থাকা সাদৃশ্য।
Infinix GT 10 Pro-এর সম্ভাব্য ফিচার্স
এই স্মার্টফোনে মিলবে 16GB র্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ যা মাইক্রো SD কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। প্রসেসর হিসাবে মিলবে MediaTek Dimensity 8050 চিপসেট। অন্যান্য হাই-এন্ড স্মার্টফোনের মতোই এতে থাকবে AMOLED ডিসপ্লে সঙ্গে 120 হার্টজ রিফ্রেশ রেট।
এক রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনে পাওয়া যেতে পারে 7,000mAh এর বিশাল ব্যাটারি প্যাক। যদিও এই তথ্য যতক্ষণ না সংস্থার তরফে বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিশ্চিত করা যাচ্ছে না। ক্যামেরার ক্ষেত্রে এতে মিলবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সঙ্গে দুটি 8 মেগাপিক্সেল ক্যামেরার সাপোর্ট।
আরও জানা গিয়েছে, এই ফোনে পাবেন পাঞ্চ-হোল ডিসপ্লে। সুপার পাওয়ারফুল ব্যাটারির পাশাপাশি এতে সুপার ফাস্ট চার্জিং সাপোর্টও দেখা যেতে পারে। 160 ওয়াট অথবা 260 ওয়াট চার্জিং নিয়ে আসতে পারে ইনফিনিক্স জিটি 10 প্রো। অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে এতে মিলবে অ্যান্ড্রয়েড 13 বা 14।
উপরোক্ত ফিচার্স বাদে আপাতত আর কিছু জানা যায়নি। এই দুর্ধর্ষ স্মার্টফোনের জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ইউজারদের। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ভারতে দেখা দিতে পারে এই 5G হ্যান্ডসেট। ফ্লিপকার্টে ফোনের টিজার প্রকাশ করা হলেও এটির দাম সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।
প্রসঙ্গত এই ফোন লঞ্চ না হলেও আর ডিজাইন নিয়ে মশগুল নেটদুনিয়া। Infinix GT 10 Pro-এর ব্যাক প্যানেল যে নাথিং ফোনের হত চলেছে তার খবর সংস্থার সিইও কার্ল পেই-এর কানে পৌছতেই অবাক তিনি। টুইট করে নাথিং প্রধান লেখেন, উকিল প্রস্তুত করার সময় চলে এসেছে। সঙ্গে একটি হাসির ইমজি দেন।
উল্লেখ্য শুধু ইনফিনিক্স নয়, Tecno Povaও পরিকল্পনা করছে তাদের আসন্ন স্মার্টফোনে নাথিং ফোনের মতো ট্রান্সপ্যারেন্ট ডিজাইন রাখার। সেই নিয়ে ইতিমধ্যে কাজ করাও শুরু করে দিয়েছে টেকনো পোভা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।