বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক :ভারতে ইনফিনিক্স তাদের GT Verse ইকোসিস্টেমের অধীনে নতুন Infinix GT 20 Pro স্মার্টফোন লঞ্চ করেছে। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটিকে গেমিংয়ের জন্য বেস্ট বলা হচ্ছে। এই ফোনটির ডিজাইনও যথেষ্ট ইউনিক, এই ফোনের ব্যাক প্যানেলে মেচা ডিজাইন সহ LED লাইট রয়েছে।
Dimensity 8200 Ultimate প্রসেসর, 12GB RAM এবং 108MP রেয়ার ক্যামেরা ও 32MP ফ্রন্ট ক্যামেরা সহ এই ফোনটির পারফরমেন্স এবং ফটোগ্রাফিও যথেষ্ট শক্তিশালী। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix GT 20 Pro ফোনের দাম এবং সেল : Infinix GT 20 Pro ফোনটি দুটি স্টোরেজ অপশনে বাজারে লঞ্চ করা হয়েছে। ফোনটির 8GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 256GB স্টোরেজ মডেল পেশ করা হয়েছে।
এই ফোনের 8GB RAM + 256GB স্টোরেজ মডেলের দাম 24,999 টাকা রাখা হয়েছে। একইভাবে ফোনটির 12GB RAM + 256GB স্টোরেজ মডেল 26,999 টাকা দামে সেল করা হবে।
ব্যাঙ্ক অফার হিসাবে ICICI, HDFC এবং SBI ব্যাঙ্কের গ্রাহকরা ফোনটি কেনার সময় 2,000 টাকা ডিসকাউন্ট পাবেন। ফলে ফোনটির দুটি মডেলের দাম যথাক্রমে 22,999 টাকা এবং 24,999 টাকা হয়ে যাবে।
আগামী 28 মে থেকে শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি সেল করা হবে। এই ফোনটি মেচা অরেঞ্জ, মেচা সিলভার এবং মেচা ব্লু কালারে মার্কেটে আনা হয়েছে। এই ফোনটির সঙ্গে বিনামূল্যে 5,499 টাকা দামের GT Pro Gaming kit পাওয়া যাবে। এতে জিটি মেচা কেস, জিটি কুলিং ফ্যান এবং জিটি ফিঙ্গার স্লিভ থাকবে। এই গিফট সীমিত সময়ের জন্য লঞ্চ অফার হিসাবে পাওয়া যাবে।
Infinix GT 20 Pro ফোনে রয়েছে মেচা ডিজাইন : Infinix GT 20 Pro ফোনের ব্যাক প্যানেলে ইউনিক ডিজাইন প্যাটার্নের পাশাপাশি ব্র্যান্ডের নতুন সাইবার মেচা ডিজাইন এটিকে আরও সুন্দর করে তোলে। এতে লুপ লাইটিং দেওয়া হয়েছে। এতে 8 কালার কম্বিনেশন এবং চারটি লাইটিং এফেক্ট পাওয়া যায়। ইউজাররা ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং এবং মিউজিক শনার সময় এই এফেক্টগুলি উপভোগ করতে পারবেন।
Infinix GT 20 Pro ফোনের স্পেসিফিকেশন : ডিসপ্লে: Infinix GT 20 Pro 5G ফোনে 6.78-ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে 144Hz রিফ্রেশ রেট, 1,300 নিটস পীক ব্রাইটনেস, 360Hz টাচ স্যাম্পেলিং রেট এবং Pixelworks X5 টার্বো গেমিং দিস্প্ললে চিপ রয়েছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে MediaTek Dimensity 8200 Ultimate প্রসেসর যোগ করা হয়েছে। এছাড়া গ্রাফিক্সের জন্য এতে মালী G610 MC6 জিপিইউ রয়েছে।
স্টোরেজ: Infinix GT 20 Pro 5G ফোনে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এর সঙ্গে এই ফোনে Virtual RAM ফিচারও দেওয়া হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 108MP Samsung HM6 প্রাইমারি সেন্সর, 2MP ডেপ্থ সেন্সর এবং 2MP ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 32MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: Infinix GT 20 Pro ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 45W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: এই ফোনটিকে জল ও ধুলো থেকে রক্ষা করার জন্য IP54 রেটিং যোগ করা হয়েছে। এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়েছে।
ওএস: Infinix GT 20 Pro 5G ফোনটি ভারতে অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ লঞ্চ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।