বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Infinix এর আপকামিং Infinix GT 30 Pro স্মার্টফোনটির সম্পর্কে প্রায় দুই মাস ধরে সমালোচনা শোনা যাচ্ছে। ক্রমাগত এই ফোনের বিভিন্ন লিক প্রকাশ্যে এসেছে, এর মাধ্যমে ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে। এবার কোম্পানির পক্ষ থেকে শীঘ্রই গেমিং Infinix GT 30 Pro ফোনটি অফিসিয়ালি লঞ্চের আভাস পাওয়া গেছে।
Infinix GT 30 Pro এর ভারতীয় লঞ্চ ডিটেইলস
ইনফিনিক্স ভারতে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে Infinix GT 30 Pro ফোনের সম্পর্কে তথ্য জানিয়েছে। ব্র্যান্ডের পক্ষ থেকে Infinix GT 30 Pro ফোনের ফটো তুলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড করেছে এবং এই ফোনের ভারতীয় লঞ্চ সম্পর্কে কনফার্ম জানিয়েছে। এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানানো হয়নি, কিন্তু আগামী জুন মাসে ফোনটি ভারতীয় বাজারে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে রাখি এই সপ্তাহে অর্থাৎ 21 মে মালয়েশিয়াতে ফোনটি পেশ করা হবে।
Infinix GT 30 Pro এর স্পেসিফিকেশন (লিক)
6.78″ 144Hz AMOLED Display
MediaTek Dimensity 8350 Ultimate
108MP Rear Camera
13MP Selfie Camera
67W Fast Charging
5,500mAh Battery
ডিসপ্লে
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix GT 30 Pro ফোনটিতে এমোলেড প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 1224 x 2720 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78 ইঞ্চির কোয়াড এইচডি ডিসপ্লে দেওয়া হবে। এই পাঞ্চ-হোল ফ্ল্যাট স্ক্রিনে 144 হার্টস রিফ্রেশ রেট এবং হাই নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে।
প্রসেসর
লিক অনুযায়ী Infinix GT 30 Pro ফোনটিতে 4ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি 3.35GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 আল্টিমেট অক্টাকোর প্রসেসর সহ লঞ্চ করা হবে। অন্যদিকে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সাপোর্টের জন্য ফোনটিতে AI MediaTek NPU 780 দেওয়া হবে। এই ফোনটিতে LPDDR5X RAM এবং UFS 4.0 Storage থাকতে পারে।
ক্যামেরা
ফটোগ্রাফির জন্য Infinix GT 30 Pro 5G ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে জানা গেছে। লিক অনুযায়ী ফোনটিতে OIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর দেওয়া হবে। একইসঙ্গে ফোনের ব্যাক প্যানেলে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স থাকবে। লিকের মাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী সেলফি এবং ভিডিও কলের জন্য Infinix GT 30 Pro 5G ফোনটিতে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে।
ব্যাটারি
বড় স্ক্রিন এবং বড় ক্যামেরা সহ Infinix GT 30 Pro 5G ফোনটিতে বড় ব্যাটারি দেওয়া হবে। লিক অনুযায়ী পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি 5,500এমএএইচ ব্যাটারি সহ লঞ্চ করা হবে। এই বড় ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য ফোনটিতে 67 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট করবে। জানিয়ে রাখি Infinix GT 20 Pro ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।