ইনফিনিক্স নিয়ে এলো ৫০ মেগাপিক্সেল ক্যামেরার দুর্দান্ত স্মার্টফোন

ইনফিনিক্স হট ১২

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতে লঞ্চ করা হয়েছে ইনফিনিক্স হট ১২ স্মার্টফোন। এটি হল ইনফিনিক্স এর এন্ট্রি-লেভেল সেগমেন্টের নতুন স্মার্টফোন। ইনফিনিক্স হট ১২ ফোনে ব্যবহার করা হয়েছে ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে, ৭ জিবি RAM এবং ৬০০০ mAh ব্যাটারি।

ইনফিনিক্স হট ১২

ইনফিনিক্স হট ১২ ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপ। দাম ১০,০০০ টাকার কম। সুতরাং ভারতের বাজারে Tecno, Xiaomi, Realme, Poco এবং Samsung-এর ১০,০০০ টাকার নীচের ফোনের সঙ্গে এর প্রতিযোগিতা হতে চলেছে।

ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনে একটি ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ইনফিনিক্স কোম্পানি এই ফোনের একটি সিঙ্গেল ভ্যারিয়েন্ট পেশ করেছে। ইনফিনিক্স হট ১২ ফোনটি চারটি রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। এক নজরে দেখে নিন ইনফিনিক্স হট ১২ ফোনের সমস্ত খুঁটিনাটি।

ইনফিনিক্স হট ১২ ফোনের ৪জিবি RAM ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। তবে এটি সীমিত সময়ের জন্য ৯,৪৯৯ টাকার প্রারম্ভিক মূল্যে দেওয়া হচ্ছে। ইনফিনিক্স হট ১২ ফোন চারটি ভিন্ন রঙে পাওয়া যাচ্ছে। সেগুলি হল বেগুনি, নীল, কালো এবং সিয়ান। ইনফিনিক্স হট ১২ ফোন ফ্লিপকার্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কেনা যাবে।

ইনফিনিক্স হট ১২ ফোনের প্লাস্টিক বডি। ৬.৮২ ইঞ্চির ডিসপ্লে মিলবে এই ফোন। এত রয়েছে একটি আইপিএস এলসিডি ডিসপ্লে এবং এর রিফ্রেশ রেট ৯০ এইচ। ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে ১৮০ এইচজেড টাচ স্যাম্পলিং রেট, ৪৬০ নিটস ব্রাইটনেস এবং ৯০.৬৬ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও।

ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং এআই ক্যামেরাও রয়েছে। এ ছাড়াও সেলফি এবং ভিডিও কলের জন্য স্মার্টফোনটিতে একটি ৪ মেগাপিক্সেল সেন্সর রয়েছে। ফোনটিতে পিছনের ক্যামেরা-সহ একটি কোয়াড এলইডি ফ্ল্যাশ এবং ফ্রন্ট শুটারের সঙ্গে ডুয়াল এলইডি ফ্ল্যাশ রয়েছে।

বাজার কাঁপাতে ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন আনছে শাওমি

ইনফিনিক্স হট ১২ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপ। রয়েছে ৬০০০ এমএএইচ ব্যাটারি যা ১৮ ডাবলু ফাস্ট চার্জ যুক্ত। অতিরিক্ত স্টোরেজের জন্য এটিতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও রয়েছে। নিরাপত্তার জন্য এটিতে একটি পিছনে মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে যুক্ত।