বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনফিনিক্স হট ২০ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৯৯৯ টাকা।
ইনফিনিক্স সংস্থা তাদের নতুন ৫জি ফোন ইনফিনিক্স হট ২০ ৫জি ভারতে লঞ্চ করেছে। এই স্মার্টফোনের দাম বর্তমানে ১১,৯৯৯ টাকা। ৪জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এখানে বড় আকার আয়তনের ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট খুব ভাল।
এছাড়াও এই ফোনে রয়েছে একটি বড় আকার আকৃতির ব্যাটারি। এই ৫জি ফোনে 12 5G Band পর্যন্ত সাপোর্ট রয়েছে। Blaster Green, Racing Black, Space Blue- এই তিনটি রঙে লঞ্চ হয়েছে ইনফিনিক্স হট ২০ ৫জি ফোন। ৯ ডিসেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। কেনা যাবে ফ্লিপকার্টের মাধ্যমে।
এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি Full-HD+ ডিসপ্লে। এটি একটি LCD Panel, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে Panda Glass প্রোটেকশন।
ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে আরও একটি ক্যামেরা সেনসর। প্রাইমারি ক্যামেরা সেনসরে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপোর্ট। LED Flash রয়েছে ফ্রন্ট এবং রেয়ার, দুটো ক্যামেরা সেনসরেই।
একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮১০ প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও এই ফোনে ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ১ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। এর পাশাপাশি এই ফোনে ৩ জিবি extended RAM- এর সাপোর্টও রয়েছে।
ইনফিনিক্সের নতুন ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এছাড়াও ব্লুটুথ ভি ৫.০- এর সাপোর্টও রয়েছে এই ফোনে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।