বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সেপ্টেম্বর মাসে ইনফিনিক্স তাদের একটি নতুন Hot 50 5G স্মার্টফোন লঞ্চ করেছিল। এবার কোম্পানি তাদের এই ফোনটি গ্লোবাল বাজারে Infinix Hot 50 4G ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ফোনটি কোম্পানি ভারতীয় বাজারেও লঞ্চ করতে পারে। এই দুটি মডেলের 5G এবং 4G প্রসেসর ছাড়া বিশেষ কোনো পার্থক্য নেই। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই 4G ফোনটির দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
Infinix Hot 50 4G এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: Infinix Hot 50 4G স্মার্টফোনটিতে 120Hz রিফ্রেশ রেট এবং 800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্টেড 6.78 ইঞ্চির FHD+ IPS LTPS ডিসপ্লে দেওয়া হয়েছে। একইসঙ্গে ফোনটি মাত্র 7.7mm ডিজাইন রয়েছে।
প্রসেসর: কোম্পানির পক্ষ থেকে ফোনটিতে MediaTek Helio G100 প্রসেসর সহ Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। এই ফোনটি Android 14 এবং XOS 14.5 সহ কাজ করে।
স্টোরেজ: কোম্পানির এই ফোনটি দুটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এতে 6GB RAM এবং 128GB স্টোরেজ ও 8GB RAM এবং 256GB স্টোরেজ অপশন রয়েছে। এই দুটি মডেলেই 2TB পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়াও ভার্চুয়াল RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফোনটির রেয়ার ক্যামেরা সেটআপে F/1.6 অ্যাপারচারযুক্ত 50MP প্রাইমারি এবং ফ্রন্টে 8MP ক্যামেরা দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh শক্তিশালী ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির পক্ষ থেকে Infinix এর ফোনটিতে 5 বছরের পারফর্মেন্স ফ্লুয়েন্সি এবং 1600 চার্জ সাইকেলের গ্যারান্টি সহ 4 বছরের টেকসই ব্যাটারির রয়েছে বলে জানানো হয়েছে।
কানেক্টিভিটি: কানেক্টিভিটি জন্য ফোনটিতে 4G LTE, Wi-Fi 802.11 (a/b/g/n/ac), ব্লুটুথ এবং NFC রয়েছে। একইসঙ্গে Hot 50 4G ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়েছে।
কালার: এই ফোনটি স্লিক ব্ল্যাক, সেজ গ্রিন এবং টাইটেনিয়াম গ্রে মতো কালার অপশনে পেশ করা হয়েছে।
Infinix Hot 50 4G এর দাম
বর্তমানে কোম্পানি ইউক্রেন ওয়েবসাইটের মাধ্যমে একটি ভেরিয়েন্টের দাম সম্পর্কে জানিয়েছে। প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix Hot 50 4G ফোনটিতে 8GB+256GB স্টোরেজ অপশনের দাম 6,799 ₴ অর্থাৎ প্রায় 13,800 টাকা রয়েছে। এটি ইউক্রেন রিটেলার ওয়েবসাইটে লিস্টেড হয়েছে। জানিয়ে রাখি বর্তমানে Infinix Hot 50 ফোনটির 5G মডেলের ভারতীয় দাম 9,999 টাকা (4GB/ 64 GB) এবং 10,999 টাকা (8 GB/128 GB) স্টোরেজ অপশনের দাম রাখা হয়েছে। কোম্পানির নতুন 4G মডেল ভারতীয় বাজারে লঞ্চ করা হলে এর দাম আরও কম রাখা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।