বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আগামী 6 সেপ্টেম্বর ভারতীয় বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে Infinix Hot 50 5G। সম্প্রতি Infinix-এর অফিসিয়াল মাইক্রোসাইটে এই তারিখটি নিশ্চিত করার পাশাপাশি, নতুন ফোনটির ডিজাইন ও গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশনগুলি তুলে ধরেছে। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক কী কী ফিচার নিয়ে আসছে Infinix Hot 50 5G।
Infinix Hot 50 5G-এর ডিজাইন
আগের Hot 40 সিরিজের ক্যামেরা মডিউলটি দেখতে অনেকটাই আইফোনের মতো ছিল। তবে নতুন Infinix Hot 50 মডেলের ডিজাইনে বড়সড় পরিবর্তন করা হয়েছে। এখানে ক্যামেরা আইল্যান্ডটি ফোনের পিছনে লম্বালম্বি বসানো হয়েছে। স্মার্টফোনটির সামনে থাকছে Punch-hole ডিসপ্লে, যা Wet-touch ফাংশনালিটি সাপোর্ট করে। ফলে এটি ভেজা আঙুলের সাহায্যেও ব্যবহার করা যাবে।
ফোনটির উপরের দিকে কোনও বাটন বা ফিচার নেই। ডান দিকে রয়েছে side-mounted ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং বাঁ দিকে সিম স্লট। ফোনটির নীচের দিকের ফিচার এখনও প্রকাশ করা হয়নি। IP54 রেটিং সহ স্মার্টফোনটি কালো, নীল এবং সবুজ তিনটি রঙে বাজারে আসবে।
Infinix Hot 50 5G-এর স্পেসিফিকেশন
Infinix Hot 50 5G মডেলটি MediaTek Dimensity 6300 প্রসেসর দ্বারা চালিত হবে, ফলে ফোনটি একটি সাশ্রয়ী মূল্যে বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। ফোনটির দাম প্রায় 12,000 টাকার আশেপাশে হতে পারে।
এই মডেলটি 4 GB এবং 8 GB RAM-এর দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে। উভয় মডেলেই থাকবে 128 GB UFS 2.2 স্টোরেজ। ফোনটির ব্যাটারি ক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি, তবে জানা গিয়েছে যে ফোনটির প্রোফাইল মাত্র 7.8 mm পাতলা হবে।
রিপোর্ট অনুযায়ী, Hot 50 5G সিরিজে একাধিক মডেল অন্তর্ভুক্ত থাকবে, যেমন Hot 50 (X6882), Hot 50 Pro (X6881), Hot 50 Pro+ (X6880), Hot 50 5G (X6720), এবং Hot 50i (X6531)।
Infinix Hot 50 5G-এর এই চমকপ্রদ ডিজাইন ও স্পেসিফিকেশন প্রযুক্তিপ্রেমীদের মন কেড়ে নেওয়ার জন্য প্রস্তুত। এখন দেখার বিষয় এই ফোনটি বাজারে কেমন সাড়া পায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।