কম দামে স্মার্টফোন নির্মাতা জনপ্রিয় টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নতুন Infinix HOT 60i 5G স্মার্টফোনটি ভারতের বাজারে লঞ্চ করেছে।
এই স্মার্টফোনটি 10 হাজার টাকার কম দামে, মাত্র 9,299 টাকায় পাওয়া যাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এটি 4GB RAM + 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে আনা হয়েছে। আবার ক্রেতারা 300 টাকার ডিসকাউন্টে মাত্র 8,999 টাকায়ও কিনতে পারবেন।
Infinix HOT 60i 5G এর ডিজাইন ও ডিসপ্লে
Infinix Hot 60i 5G স্মার্টফোনের ব্যাক ক্যামেরা মডিউলটি হরাইজন্টালভাবে স্থাপন করা হয়েছে, যা অনেকটা Samsung Galaxy S10 স্মার্টফোনের মতো দেখতে। এটি Shadow Blue, Monsoon Green, Plum Red এবং Sleek Black – এই চারটি কালার ভ্যারিয়েন্টে বাজারে এসেছে।
এই স্মার্টফোনে রয়েছে 120Hz রিফ্রেশ রেট ও 670nits পিক ব্রাইটনেস সাপোর্টেড 6.75 ইঞ্চির HD+ ডিসপ্লে। স্ক্রিনের রিফ্রেশ রেট যথেষ্ট ভালো হলেও ব্রাইটনেস কিছুটা বেশি হলে আরও ভালো হত।
পারফরম্যান্স ও সফটওয়্যার
Infinix HOT 60i 5G স্মার্টফোনে 6nm ফেব্রিকেশনে তৈরি 2.5GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 6400 অক্টা-কোর প্রসেসর ব্যবহার করা হয়েছে। কোম্পানির দাবি অনুযায়ী এই প্রসেসর 5 বছর পর্যন্ত স্মুথ পারফরম্যান্স দিতে সক্ষম।
সফটওয়্যার হিসেবে এতে অ্যান্ড্রয়েড 15 ও HiOS 15 দেওয়া হয়েছে। এছাড়াও রয়েছে 4GB ভার্চুয়াল RAM টেকনোলোজি, ফলে মোট 8GB RAM (4+4) পারফরম্যান্স পাওয়া যাবে।
ক্যামেরা সেকশন
ফটোগ্রাফির জন্য এতে 50 মেগাপিক্সেল ডুয়েল ব্যাক ক্যামেরা এবং 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই প্রাইস রেঞ্জে ক্যামেরা পারফরম্যান্সকে যথেষ্ট ভালো বলা যায়।
ব্যাটারি ও চার্জিং
সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর 6,000mAh ব্যাটারি। পাওয়ার ব্যাকআপের জন্য এতে রয়েছে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট। ব্যাটারি ক্যাপাসিটি অনুযায়ী কয়েক ঘন্টার মধ্যেই স্মার্টফোনটি ফুল চার্জ হয়ে যায়, যা বাজেট সেগমেন্টে একটি বড় সুবিধা।
বিকল্প অপশন
যারা 10 হাজার টাকার নিচে 5G স্মার্টফোন কিনতে চান, তাদের জন্য বাজারে আরও কিছু অপশন রয়েছে। যেমন – Snapdragon 4 Gen 2 প্রসেসর যুক্ত Lava Blaze Dragon, যেখানে 120Hz রিফ্রেশ রেটসহ বড় ডিসপ্লে পাওয়া যাবে। এছাড়াও 6,000mAh ব্যাটারি সহ iQOO Z10 Lite স্মার্টফোনটিও বিবেচনা করা যেতে পারে।
itel ZENO 20 : মাত্র ৬ হাজারে বাজারে এলো – বাজেট স্মার্টফোনে নতুন চমক!
সেল ডিটেলস
জানা গেছে, আগামী 21 আগস্ট থেকে Flipkart এবং রিটেইল স্টোরের মাধ্যমে Infinix HOT 60i 5G স্মার্টফোনটির সেল শুরু হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।