Infinix Hot 60i 5G নিয়ে জল্পনার অবসান ঘটল। অবশেষে আগস্টেই লঞ্চ হতে যাচ্ছে এই বাজেট স্মার্টফোন। আজ সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। সঙ্গে বেশ কিছু স্পেসিফিকেশনও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি Infinix Hot 60i 5G এর প্রসেসর ও ব্যাটারির তথ্য ফাঁস হয়েছিল। এবার একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাইক্রোসাইটে ফোনটির আরও ফিচার প্রকাশ্যে এসেছে। কম দামে প্রিমিয়াম লুকস ও দারুণ ফিচার নিয়ে আসছে Infinix এর এই হ্যান্ডসেট।
ফোনটিতে রিভার্স চার্জিং, বিনা নেটওয়ার্কে কল করার সুবিধা (ওয়াকি-টকি কানেক্টিভিটি), IP64 জলরোধী বডি, ইনফিনিক্স AI ফিচার এবং ব্ল্যাক ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল থাকবে বলে জানা গেছে।
Infinix Hot 60i 5G ভারতে লঞ্চের তারিখ ও সম্ভাব্য দাম
Flipkart-এর একটি ডেডিকেটেড মাইক্রোসাইট অনুযায়ী, Infinix Hot 60i 5G ভারতে লঞ্চ হবে 16 আগস্ট। ফোনটি চারটি রঙে আসবে — শ্যাডো ব্লু, মনসুন গ্রিন, স্লিক ব্ল্যাক ও প্লাম রেড। Flipkart এবং কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফোনটি কেনা যাবে।
উল্লেখ্য, জুন মাসে বাংলাদেশে এর 4G মডেল লঞ্চ হয়েছিল। সেই ভেরিয়েন্টের (6GB RAM + 128GB Storage) দাম ছিল 13,999 টাকা, যা ভারতীয় মুদ্রায় প্রায় 10,000 টাকা। তাই ধারণা করা হচ্ছে, Infinix Hot 60i 5G ভারতে একই দামে বা কিছুটা বেশি দামে লঞ্চ হতে পারে।
Infinix Hot 60i 5G স্পেসিফিকেশন (সম্ভাব্য)
- ডিসপ্লে: 6.75 ইঞ্চি HD+ স্ক্রিন, 120Hz রিফ্রেশ রেট
- প্রসেসর: MediaTek Dimensity 6400 (6nm আর্কিটেকচার), AnTuTu স্কোর 4,50,000+
- র্যাম ও স্টোরেজ: 4GB RAM + 128GB Storage (ভার্চুয়ালি 8GB পর্যন্ত বাড়ানো যাবে)
- ব্যাটারি: 6000mAh, 128 ঘন্টা মিউজিক প্লেব্যাক, 41.2 ঘন্টা ভয়েস কলিং, রিভার্স চার্জিং সাপোর্ট, 1600 বার চার্জ/ডিসচার্জ সাইকেল
- ক্যামেরা: ডুয়াল রিয়ার ক্যামেরা — 50MP প্রাইমারি সেন্সর + সেকেন্ডারি লেন্স, ডুয়াল LED ফ্ল্যাশ, HDR ও Panorama মোড
- ডিজাইন: আয়তক্ষেত্রাকার ক্যামেরা আইল্যান্ড, ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল
- অতিরিক্ত ফিচার:
- IP64 জল ও ধুলো প্রতিরোধী
- ওয়াকি-টকি কানেক্টিভিটি (Bluetooth এর মাধ্যমে Infinix ফোনে কল)
- AI ফিচার: সার্কেল টু সার্চ, AI Eraser, AI Extender
- সফটওয়্যার: Android 15-ভিত্তিক XOS 15
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।