সস্তা ফ্লিপ স্মার্টফোন নিয়ে আসছে Infinix, জেনে নিন বিস্তারিত

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বেশ কিছু দিন ধরে সমালোচনা হচ্ছিল, Infinix তাদের একটি নতুন ফ্লিপ স্মার্টফোনের উপর কাজ করছে। এই ফোনটি Infinix Zero Flip নামে পেশ করা হবে। এবার কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি এই সম্পর্কে জানানো হয়েছে। কোম্পানির তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট X এ একটি পোস্ট করেছে। এই পোস্টের মাধ্যমে ফোনটির নাম সহ ছবি দেখা গেছে। তাই ফোনটি শীঘ্রই লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা তথ্য সম্পর্কে।

লঞ্চ হবে Infinix ফ্লিপ ফোন
ইনফিনিক্স তাদের পোস্টে লিখেছে কিছু অসাধারণ আসতে চলেছে। এই এমন একটি ডিভাইস যা একটি ফোনকে আরও শক্তিশালী করে তুলবে। তবে এখনও পর্যন্ত লঞ্চ ডেট সম্পর্কে জানা যায়নি। কিন্তু আগামী মাসের মধ্যে ফোনটি অফিসিয়ালি গ্লোবাল মার্কেটে লঞ্চ করা হবে বলে আশা করা হচ্ছে।

কেমন হতে চলেছে Infinix Zero Flip এর ডিজাইন
অফিসিয়াল টিজারের মাধ্যমে জিরো ফ্লিপ ফোনের ডিজাইন, ব্ল্যাক ভ্যারিয়েন্ট এবং হিঞ্জ ডিজাইন সম্পর্কে জানা গেছে। তবে এই টিজারের মাধ্যমে ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে কোনো তথ্য প্রকাশ্যে আসেনি। অন্যদিকে Chughtai Mobile এর মাধ্যমে আসা নিচের ছবিটিতে দেখা গেছে ব্ল্যাক ছাড়াও Infinix Zero 40 5G ফোনটির মতো ভায়োলেট গার্ডেন কালারে সেল করা হবে।

উপরোক্ত ছবি অনুযায়ী Infinix Zero Flip স্মার্টফোনটিতে 3.64 ইঞ্চির কভার OLED প্যানেলে 120Hz রিফ্রেশ রেট দেওয়া হবে। এই স্ক্রিন গোরিলা গ্লাসের একটি পাতলা লেয়ার সহ প্রোটেকশন থাকবে। তবে “জিরো-গ্যাপ হিঞ্জ” ফোল্ডেবল ডিসপ্লেতে কম ভাঁজ দেখা যাবে বলে শোনা যাচ্ছে।

এই ফোনটি একটি ভ্লগিং সেন্ট্রিক ফোন হতে চলেছে। এর ফলে ফ্রন্ট ও রেয়ার উভয় ক্যামেরার মাধ্যমেই 4K ভিডিও রেকর্ড করা যাবে। Infinix Zero 40 5G ফোনও Zero Flip ফোনের মতোই Go Pro ক্যামেরার সুবিধা পাওয়া যাবে।

Zero Flip ফোনটির সাইডে ফেসিং ফিঙ্গাপ্রিন্ত স্ক্যানার দেওয়া হবে। এই ফোনটির নীচের কোণায় একটি সিম স্লট, একটি মাইক্রোফোন, একটি USB-C পোর্ট এবং একটি স্পিকার গ্রিল রয়েছে। ফোনটির বাঁদিকের প্যানেলে কিছুই নেই এবং উপড়ের প্যানেলে একটি সেকেন্ডারি মাইক্রোফোন রয়েছে। Zero Flip ফোনটি Tecno এর সিবিলিং ব্র্যান্ডের Phantom V Flip 2 ফোনটির মতোই মনে হচ্ছে।

অন্যান্য রিপোর্ট অনুযায়ী ইনফিনিক্স জিরো ফ্লিপ ফোনের ডায়মেনশন 170 x 73.4 x 7.64 মিমি হবে। এতে 70W রেপিড চার্জিং সাপোর্টেড 4,700mAh বা 4,720mAh ব্যাটারি থাকবে বলে আশা করা হচ্ছে। হুড অনুযায়ী জিরো ফ্লিপ ফোনটির ডায়মেনশন 8020 চিপসেট, 8GB RAM এবং 256GB স্টোরেজ যোগ করা হতে পারে।

Infinix Zero Flip এর লঞ্চ টাইমলাইন এবং প্রাইস রেঞ্জ (লিক)
আগামী মাসে অর্থাৎ অক্টোবর মাসে Infinix Zero Flip ফোনটি লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
লঞ্চ টাইমলাইন সহ এর দাম প্রায় 50,000 টাকা হবে বলে মনে করা হচ্ছে।
জানিয়ে রাখি এর আগে টেকনো তাদের ফ্লিপ স্মার্টফোন কম দামে লঞ্চ করা হয়েছিল। এবার Infinix Zero Flip ফোনটি নিয়ে আসতে চলেছে।

Infinix Zero Flip এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: লিক অনুযায়ী Infinix Zero Flip স্মার্টফোনটিতে 6.x” ফ্লেক্সিবেল এলটিপিও এমোলেড ডিসপ্লে দেওয়া হবে বলে জানা গেছে। এই স্ক্রিনে 120Hz রিফ্রেশ রেট সহ পেশ করা হতে পারে।
স্টোরেজ: এই স্মার্টফোনটিতে 8GB RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Zero Flip স্মার্টফোনটিতে ডুয়েল এক্সটারনাল ক্যামেরা এবং সিঙ্গেল ইনার ক্যামেরা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Zero Flip ফোনটিতে 70 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 4700mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওএস: অপারেটিং সিস্টেম হিসেবে ফোনটিতে অ্যান্ড্রয়েড 14 সহ কাজ করতে পারে।