
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : স্মার্টফোন কোম্পানি Infinix তাদের Note 11 সিরিজের আরও একটি নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে। এই ফোনটিকে আফ্রিকার বাজারে Infinix Note 11i নাম লঞ্চ করা হয়েছে, যা Note 11, Note 11 Pro, এবং Note 11S-এর সঙ্গে বিক্রি করা হবে।
Infinix Note 11i ফোনের মধ্যে রয়েছে 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট সাপোর্ট, 48 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপ, DTS অডিও প্রসেসিং, এবং এআই নয়েজ রিডাকশন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম, ফিচার ও স্পেসিফিকেসন সম্পর্কে বিস্তারিত তথ্য।
আপাতত ফোনটিকে আফ্রিকায় পাওয়া যাবে। অন্যান্য দেশে ফোনটি কবে লঞ্চ হবে, তা এখনও জানা যায়নি। ফোনটিকে 4GB RAM ও 128GB স্টোরেজ সহ পাওয়া যাবে। ইনফিনিক্স নোট ১১আই ফোনের দাম 979 ঘানানিয়ন কেডি (যা ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৯০০ টাকার মত)। সবুজ, কালো, এবং নীল রঙে ফোনটিকে আনা হয়েছে।
Infinix Note 11i ফোনের ফিচার : ইনফিনিক্স নোট 11i ফোনের মধ্যে 6.95 ইঞ্চির যা ফুল-এইচডি+ ডিসপ্লে রয়েছে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2460 পিক্সেল, 20.5:9 এসপেক্ট রেশিও এবং 91% স্ক্রিন টু বডি রেশিও।
ইনফিনিক্স নোট ১১আই ফোনে 16 মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা রয়েছে। ফোনটির রিয়ার প্যানেলে 48 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেল পোট্রেট লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরযুক্ত ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে।
পারফরমান্সের জন্য এই ফোনে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও G85 প্রসেসর। ফোনটি 4GB RAM ও 128GB স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। সফটওয়্যারের জন্য ফোনটি Android 11 বেসড এক্সওএস 7.6 কাস্টম স্কিনে চলবে।
এতে পেয়ে যাবেন ডুয়েল সিম সাপোর্ট, 4G VoLTE নেটওয়ার্ক, ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি পোর্ট ও 3.5mm হেডফোন জ্যাক। Infinix Note 11i ফোনে 5000mAh-এর ব্যাটারি রয়েছে, যা 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। সিকিউরিটির জন্য এতে পেয়ে যাবেন সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার। এছাড়া এই ফোনে পাওয়া যাবে ডিটিইস অডিও সাপোর্ট সহ ডুয়েল স্পিকার, এআই নয়েজ রিডাকশন প্রভৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



