ইনফিনিক্স এন্ট্রি লেভেল ও মিড রেঞ্জের ফোনের জন্য দিন দিন বেশ জনপ্রিয় হয়ে উঠছে। তাদের ফোনগুলোর মধ্যে বর্তমানের ইনফিনিক্স নোট ১১ সিজিরের ফোনগুলো বেশ জনপ্রিয়। সম্প্রতি ইনফিনিক্স লঞ্চ করেছে নোট ১১ আই। Infinix Note 11i ফোনটি অত্যাধুনিক গেমিং প্রসেসর এর সাথে আসছে এবং ফোনটির দামও কম রাখা হয়েছে।
Infinix Note 11i ফোনের ডিসপ্লে:
ইনফিনিক্স নোট ১১ আই ফোনটি ৬.৯৫ ইঞ্চি আই পি এস এল সি ডি ডিসপ্লে দিয়ে আসছে যার রেজুলেশন ১০৮০X২৪৬০ পিক্সেল।
ইনফিনিক্স নোট ১১ আই ফোনের বডি:
মোবাইলটি ফ্যাবলেট টাইপের ডিভাইস । এই ফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। উক্ত মোবাইলটির আয়তন হবে ১৭৩.২X৭৮.৭X৮.৮ মিলিমিটার।
Infinix Note 11i ফোনের হার্ডওয়্যার:
ইনফিনিক্স নোট ১১ আই ফোনটি মিডিয়াটেক হেলিও জি ৮৫ অক্টাকোর প্রসেসর দিয়ে এসেছে। এছাড়া এর জি পি ইউ হচ্ছে এ আর এম মালি- জি ৫২ ২ইই এম সি ২। গেম খেলার জন্য সব সুবিধা মিলবে এই ফোনটিতে। উক্ত ফোনটির সাথে দেওয়া হয়েছে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ফোন স্টোরেজ। Infinix Note 11i ফোনটিতে দেওয়া অ্যান্ড্রোয়িড ভার্সন ১১। ৪জি বিশিষ্ট হতে চলেছে এই ফোনটি। ইউ এস বি ও টি জি এবং টাইপ সি পোর্ট, পোর্ট ২.০ দেওয়া হয়েছে ফোনটিতে। এছাড়া ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক, ব্লুটুথ ৫.০, ওয়াইফাই ৬ সহ যাবতীয় সুবিধা। ইনফিনিক্স নোট ১১ আই মোবাইলটিতে দেওয়া হয়েছে ৫,০০০ মিলি অ্যাম্পিয়ার এর ব্যাটারী। ব্যাটারীটি ভালই ব্যাকআপ দিবে এছাড়া ফাস্ট চার্জের জন্য দেওয়া হয়েছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। হার্ডওয়্যার সেকশনটি এখানে দুর্দান্ত দেওয়া হয়েছে। আমার কাছে খুব ভাল লেগেছে।
ইনফিনিক্স নোট ১১ আই ফোনের ক্যামেরা:
Infinix Note 11i তে দেওয়া হয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাপ যার প্রাথমিক ক্যামেরাটি হবে ৪৮ মেগাপিক্সেলের, ২ মেগাপিক্সেলের ডেপথ ও অপরটি হবে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সাথে দেওয়া হয়েছে একটি এল ই ডি ফ্ল্যাশ। উক্ত ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে ১৬ মেগাপিক্সেল এর। উক্ত ক্যামেরা গুলোতে থাকবে এইচ ডি আর, প্যানোরামা, পোরট্রেইট এবং বিউটি ক্যামেরা এর সুবিধা। প্রত্যেক ক্যামেরাতেই দেওয়া হয়েছে ১০৮০/১৪৪০ পি ৩০ এফ পি এস এর ভিডিও রেকর্ডিং করা যাবে। মূল্য অনুযায়ী রিয়ার ক্যামেরা সেকশনটি বেশ ভাল লেগেছে আমার কাছে।
Infinix Note 11i ফোনের মূল্য:
ইনফিনিক্স নোট ১১ আই ফোনটির মূল্য বাংলাদেশী ১৩,৬৬৩ পাওয়া যাবে। ফোনটি ভ্যালু ফর মানি হিসাবে ভালো হবে। ফোনটি নীল, কালো এবং সবুজ এই চারটি কালারে পাওয়া যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।