বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Note 12i মডেলের নতুন স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে Infinix । দামে কম হলেও এই ফোনে রয়েছে কুলিং সিস্টেম, বড় ডিসপ্লে, ভার্চুয়াল র্যামসহ ভালো মানের সব ফিচার।
Infinix Note 12i নতুন এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12 কোম্পানির নিজস্ব এক্সওএস ১২.১ স্কিন, ৬.৭ ইঞ্চি এফএইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। এছাড়া 180 হার্টজ টাচ স্যামপ্লিং রেটের এই ফোনের ডিসপ্লেতে রয়েছে ১ হাজার নিটস ব্রাইটনেস। ডিসপ্লে সুরক্ষায় রয়েছে গরিলা গ্লাস ৩ সুরক্ষা।
স্মার্টফোনটির ব্যাক প্যানেলে রয়েছে ট্রিপল ক্যামেরা। 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, অন্যটি এআই লেন্সযুক্ত টেরিটারি সেন্সর। সেলফিপ্রেমীদের জন্য থাকছে 8 মেগাপিক্সেল স্ন্যাপার ক্যামেরা। থাকছে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট।
4 জিবি র্যামের এই ফোনে থাকবে ভার্চুয়াল র্যামের সুবিধা। সব মিলিয়ে 7 জিবি র্যামের সুবিধা মিলবে এই ফোনে। স্টোরেজ 64 জিবি। চাইলে 512 জিবি বাড়িয়ে নেওয়া যাবে। থাকবে 5 হাজার এমএএইচ ব্যাটারি, যা 33 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টেট। এছাড়া ব্যবহার করা হয়েছে ১০ স্তরের কুলিং সিস্টেম।
ফোনটির বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।