বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কম দামে সুন্দর স্পেসিফিকেশন সহ স্মার্টফোন লঞ্চের জন্য জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স আজ ভারতের বাজারে তাদের ‘নোট 40’ সিরিজের নতুন ফোন লঞ্চ করেছে। এই ফোনটি Infinix Note 40 5G নামে লঞ্চ করা হয়েছে। Infinix Note 40 Pro 5G ও Note 40 Pro+ 5G এর পর এই ফোনটি এই সিরিজের তৃতীয় স্মার্টফোন এবং এই ফোনেও MagCharge ফিচার দেওয়া হয়েছে। Infinix Note 40 5G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হল।
Infinix Note 40 5G ফোনের দাম
Infinix Note 40 5G ফোনটি 8GB RAM + 256GB Storage সহ 19,999 টাকা দামে লঞ্চ করা হয়েছে। প্রথম সেলে ব্যাঙ্ক অফারের আওতায় এই ফোনের দামে 2000 টাকা ছাড় পাওয়া যাবে। এছাড়া শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনটি মাত্র 1333 টাকা প্রতি মাসের No Cost EMI এর বিনিময়ে কেনা যাবে। ইউজাররা এই ফোনটি কেনার সময় মাত্র 1999 টাকা বেশি দাম দিয়ে একটি MagPad এবং একটি MagCase পেয়ে যাবেন।
Infinix Note 40 5G ফোনের স্পেসিফিকেশন
6.78″ 120Hz AMOLED ডিসপ্লে
MediaTek Dimensity 7020 প্রসেসর
8GB RAM + 256GB Storage
8GB expandable RAM
32MP ফ্রন্ট ক্যামেরা
108MP রেয়ার ক্যামেরা
33W 5,000mAh ব্যাটারি
ডিসপ্লে: Infinix Note 40 5G ফোনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন সাপোর্টেড 6.78-ইঞ্চির FullHD+ডিসপ্লে দেওয়া হয়েছে। AMOLED প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 120Hz রিফ্রেশ রেট, 1300nits ব্রাইটনেস এবং 2160Hz PWM ডিমিং সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং এক্সওএস 14 সহ পেশ করা হয়েছে। প্রসেসিঙের জন্য এতে 6 ন্যানোমিটার প্রসেসে তৈরি 2.2GHz ক্লক স্পীডযুক্ত MediaTek Dimensity 7020 অক্টাকোর প্রসেসর যোগ করা হয়েছে।
ফ্রন্ট ক্যামেরা: সেলফি ও ভিডিও কলের জন্য Infinix Note 40 5G ফোনে ডুয়েল ফ্ল্যাশ লাইট সহ এবং এফ/2.2 অ্যাপার্চারযুক্ত 32MP Selfie Camera রয়েছে।
রেয়ার ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Note 40 5G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এতে এফ/1.75 অ্যাপার্চারের ক্ষমতাসম্পন্ন ও 3X জুম সহ 108MP OIS প্রাইমারি সেন্সর এবং দুটি 2MP লেন্স যোগ করা হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 33W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি রয়েছে।
অন্যান্য: এই ফোনে ডুয়েল JBL স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। এতে ব্লুটুথ, ওয়াইফাই, NFC ও OTG ফিচার যোগ করা হয়েছে। এছাড়াও জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য এই ফোনটিতে IP53 রেটিং রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।