বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : কিছু দিন আগে খবর পাওয়া গিয়েছিল Infinix কোম্পানি তাদের নোট 40 সিরিজে কাজ শুরু করেছে এবং খুব শীঘ্রই এই সিরিজের ফোন বাজারে আসতে চলেছে। কোম্পানির তরফ থেকে Infinix Note 40 Pro+ 5G ফোনটি সম্পর্কে এখনও পর্যন্ত অফিসিয়ালি কিছু জানানো হয়নি।
তবে একটি নতুন লিকের মাধ্যমে Infinix Note 40 Pro+ 5G ফোনের retail box প্রকাশ্যে এসে গেছে। এর থেকে ফোনটির ডিজাইন এবং স্পেসিফিকেশন সম্পর্কে জানা গেছে।
Infinix Note 40 Pro+ 5G ফোনর লিক হওয়া রিটেইল বক্স থেকে জানা গেছে ফোনটিতে কার্ভড ডিসপ্লে যোগ করা হবে। কোম্পানি তাদের এই ফোনে All Round Fast Charge 2.0 ফিচার যোগ করবে যা ওয়্যার্ড এবং ওয়্যারলেস উভয়ে পদ্ধতিতে কাজ করবে।
Infinix Note 40 Pro+ 5G ফোনটিতে 100W wired charging ফিচার দেওয়া হতে পারে। এই স্মার্টফোনে 40W বা 30W এর ক্ষমতাসম্পন্ন Wireless MagCharge টেকনোলজি দেওয়া হতে পারে। ফোন বক্স থেকে জানা গেছে, Infinix Note 40 Pro+ 5G ফোনটি NFC সাপোর্ট করবে।
কোম্পানির তরফ থেকে এখনও এই সিরিজ সম্পর্কে অফিসিয়াল কোনো তথ্য জানানো হইনি। তবে লিক রিপোর্ট অনুযায়ী এই সিরিজের অধীনে চারটি ফোন লঞ্চ করা হতে পারে। উপরোক্ত মডেলগুলি আগামী কয়েক মাসের মধ্যে বাজারে আসতে চলেছে। এর মধ্যে Infinix Note 40 ফোনটি সিরিজের বেস মডেল এবং Infinix Note 40 Pro+ 5G ফোনটি ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসেবে পেশ করা হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।