বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ডিসেম্বরে বেশ কয়েকটি নতুন ফোন লঞ্চ হতে চলেছে ভারতের স্মার্টফোনের বাজারে। তার মধ্যে অন্যতম হল ইনফিনিক্স সংস্থার নতুন ফোন স্মার্ট ৮এইচডি (Infinix Smart 8HD)। আগামী ৮ ডিসেম্বর এই ফোন ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই ইনফিনিক্সের (Infinix Smartphones) আসন্ন ফোনের সম্ভাব্য কিছু ফিচার প্রকাশ্যে এসেছে। একনজরে দেখে নেওয়া যাক ইনফিনিক্স সংস্থার এই ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন থাকার সম্ভাবনা রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
* এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে যার রিফ্রেশ রেট হতে পারে ৯০ হার্টজ। এর উপরে পাঞ্চ-হোল কাট আউট থাকতে পারে যেখানে সেট করা থাকবে ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের সাইডের অংশে থাকতে পারে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।
* ইনফিনিক্সের এই ফোনে UFS 2.2 স্টোরেজ এবং টাইপ সি চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ক্রিস্টাল গ্রিন, শাইনি গোল্ড, টিম্বার ব্ল্যাক এবং গ্যালাক্সি হোয়াইট- এই চার রঙে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি ফোন।
*জানা গিয়েছে, ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হল ইনফিনিক্স স্মার্ট ৮এইচডি মডেল। দুই ফোনের ডিজাইনে থাকবে সামঞ্জস্য।ভারতে ইনফিনিক্সের নতুন ফোনের দাম ১০ হাজার টাকার কম হবে বলে শোনা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিক দাম এখনও প্রকাশ হয়নি।
ইনফিনিক্স স্মার্ট ৮ ফোনের কিছু ফিচার এবং স্পেসিফিকেশন
* এই ফোনে ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS LCD ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
* এই ফোনে একটি Unisoc T606 প্রসেসর, ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ রয়েছে।
* এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ১৩ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে যার সঙ্গে এআই ফিচার যুক্ত রয়েছে।
* ফোনের ডিসপ্লের উপরে পাঞ্চ-হোল কাট আউটে সেট করা রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
* এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট, মাইক্রো এসডি কার্ড, এআই ফেস লক ফিচার- এগুলিও রয়েছে।
* ফোনের স্টোরেজ ২ টিবি পর্যন্ত বাড়ানো যাবে এই মাইক্রো এসডি কার্ডের সাহায্যে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।