বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ২৮ জানুয়ারি টেক ব্র্যান্ড ইনফিনিক্স তাদের লো বাজেট Infinix Smart 9 HD স্মার্টফোন লঞ্চ করবে। এবার কোম্পানির পক্ষ থেকে ফোনের লঞ্চ ডেট জানানো হয়েছে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে স্মার্টফোনের প্রোডাক্ট পেজ লাইভ করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য প্রকাশ্যে এসেছে।
Infinix Smart 9 HD এর লঞ্চ ডেট
২৮ জানুয়ারি Infinix Smart 9 HD স্মার্টফোন ভারতে লঞ্চ করা হবে। এটি একটি সফট লঞ্চ হতে চলেছে এবং কোম্পানির পক্ষ থেকে দুপুর ১২টা সময়ে ফোনের দাম এবং সেল ডিটেইলস সম্পর্কে জানানো হবে। শপিং সাইট ফ্লিপকার্টের মাধ্যমে Infinix Smart 9 HD স্মার্টফোনটি সেল করা হবে। জানিয়ে রাখি ফোনটি Mint Green, Coral Gold এবং Metallic Black মতো কালার অপশনে সেল করা হবে।
Infinix Smart 9 HD এর দাম
লো-বাজেট রেঞ্জে ফোনটি পেশ করা হবে। কোম্পানির পক্ষ থেকে এখনও পর্যন্ত দাম সম্পর্কে জানানো হয়নি, কিন্তু ফোনটির দাম প্রায় 8,000 টাকা রাখা হতে পারে বলে আশা করা হচ্ছে। এই দামে 3GB RAM মডেল সেল করা হবে। যদি বড় ভেরিয়েন্ট লঞ্চ করা হয়, তবে এর দাম 10 হাজার টাকা হবে বলে মনে করা হচ্ছে।
Infinix Smart 9 HD এর স্পেসিফিকেশন
ডিসপ্লে: স্মার্টফোনটিতে 6.7 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে সহ লঞ্চ করা হবে। এই স্ক্রিনে 90হার্টস রিফ্রেশ রেট এবং 500nits ব্রাইটনেস আউটপুট পাওয়া যাবে। জানিয়ে রাখি ফোনটি IP54 রেটিং সহ লঞ্চ করা হবে।
প্রসেসর: ফোনটি অ্যান্ড্রয়েড 14 সহ লঞ্চ করা হবে। প্রসেসিঙের জন্য ফোনটিতে 2.2GHz ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হ্যালিও জি50 অক্টাকোর প্রসেসর দেওয়া হবে।
স্টোরেজ: ফোনটি ভারতে 3GB RAM সহ লঞ্চ করা হবে। এই ফোনটিতে 3GB ভার্চুয়াল RAM এবং ফিজিক্যাল RAM এর সহযোগিতায় 6GB RAM এর পারফরমেন্স পাওয়া যাবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য ইনফিনিক্স ফোনটিতে ডুয়েল রেয়ার ক্যামেরা সাপোর্ট করবে। এই ফোনের ব্যাক প্যানেলে 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ এআই লেন্স থাকবে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হবে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Infinix Smart 9 HD ফোনটিতে 5,000এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী একবার ফুল চার্জ করলে ফোনটিতে 8.6 ঘন্টা গেমিং বা 14.5 ঘন্টা ভিডিও প্লেব্যাক টাইম পাওয়া যাবে। এই ফোনটিতে ইউএসবি টাইপ সি পোর্ট সাপোর্ট করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।