বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : টেক ব্র্যান্ড ইনফিনিক্স আন্তর্জাতিক বাজারে তাদের নতুন স্মার্টফোন Infinix Zero 30 4G লঞ্চ করেছে। ইন্দোনেশিয়ার মার্কেটে এই ফোনটি MediaTek Helio G99 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটিতে 50MP Selfie এবং 108MP Rear Camera যোগ করা হয়েছে। Infinix Zero 30 4G ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে এই পোস্টে বিস্তারিত জানানো হল।
ইন্দোনেশিয়াতে এই ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্তে পেশ করা হয়েছে। এই ফোনে 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে এবং এর দাম রাখা হয়েছে IDR 2,899,000। ভারতীয় দরে এই দাম প্রায় 15,100 টাকার কাছাকাছি। ইন্দোনেশিয়ার বাজারে এই ফোনটি Sunset Gold, Misty Green এবং Pearly White কালারে সেল ক্ররা হবে। ভারতে Infinix Zero 30 4G ফোনের লঞ্চ সম্পর্কে নিচে বিস্তারিত জানানো হল।
ডিসপ্লে: Infinix Zero 30 4G ফোনে 6.78 ইঞ্চি ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে। এই ফোনের স্ক্রিন এমোলেড প্যানেল দিয়ে তৈরি এবং এটি 120 হার্টস রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যোগ করা হয়েছে।
প্রসেসর: এই ফোনে 2.6 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি99 অক্টাকোর প্রসেসর দেওয়া হয়েছে।
ব্যাটারি: Infinix Zero 30 4G ফোনে 8GB RAM রয়েছে। ফোনটিতে 8GB virtual RAM ফিচারও দেওয়া হয়েছে। ফলে এতে মোট 16GB RAM এর পারফরমেন্স পাওয়া যায়।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে এলইডি ফ্ল্যাশের সঙ্গে ওআইএস ফিচার সাপোর্টেড এবং 1/1.67” সেন্সর সহ 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে এতে দুটি 2 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যোগ করা হয়েছে। এই ক্যামেরা 2K 30fps ভিডিও রেকর্ডিং করতে সক্ষম এবং কোম্পানি এর নাম রেখেছে Front Vlog Camera।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,000 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি দ্রুত চার্জ করার জন্য এতে 68 ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
‘লাভ লেটার‘ গানে দুর্দান্ত ড্যান্স দিয়ে ঝড় তুললো সুন্দরী যুবতী
ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং এক্স ওএস 13 এ কাজ করে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।