বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ইনফিনিক্স তাদের Zero 40 সিরিজে কাজ করছে। এই সিরিজের অধীনে কিছু দিনের মধ্যেই Infinix Zero 40 5G ফোনটি লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। আপকামিং ফোনটি লঞ্চের আগের গ্লোবাল রিটেলার ওয়েবসাইটে দেখা গেছে। এর মাধ্যমে ফোনটির গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন, ছবি এবং দাম সম্পর্কে জানা গেছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আপকামিং ফোনটির ডিটেইলস সম্পর্কে।
Infinix Zero 40 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
গ্লোবালি মালয়েশিয়াতে আপকামিং Infinix Zero 40 5G স্মার্টফোনটির প্রি-রিটেলার লিস্টিং প্রকাশ্যে এসেছে।
ডিসপ্লে: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী Infinix Zero 40 5G স্মার্টফোনটিতে 6.78 ইঞ্চির কার্ভ-এজ এমোলেড ডিসপ্লে দেওয়া হতে পারে। এই স্ক্রিনে 1080 x 2436 পিক্সেল রেজোলিউশন এবং 144Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।
প্রসেসর: প্রসেসিঙের জন্য আসন্ন ফোনটিতে MediaTek Dimensity 8200 Ultimate চিপসেট দেওয়া হতে পারে। এই চিপসেটের মাধ্যমে হেভি গেমিং এবং অন্যান্য অপশন দারুণভাবে উপভোগ করা যাবে।
স্টোরেজ: এই ফোনটিতে 12GB RAM +256GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট দেওয়া হতে পারে। এছাড়াও এতে 12GB ভার্চুয়াল RAM এর সহযোগিতায় মোট 24GB RAM এর পারফরমেন্স পাওয়া যেতে পারে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য Infinix Zero 40 5G ফোনটিতে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হতে পারে। এই ফোনটির রেয়ার প্যানেলে OIS ফিচারযুক্ত 108 মেগাপিক্সেল প্রাইমারি, 50 মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল অন্য লেন্স যোগ করা হতে পারে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45W ওয়্যার চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি দেওয়া হতে পারে।
ওএস: আপকামিং ফোনটি XOS 14.5 ইন্টারফেস এবং Android 14 সহ কাজ করতে পারে। এই ফোনটিকে 2 বছরের Android OS আপগ্রেড এবং 3 বছরের সিকিউরিটি আপগ্রেড দেওয়া হবে বলে জানা গেছে।
অন্যান্য: এই ফোনটিতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, রিমোট কন্ট্রোলের জন্য IR ব্লাস্টার এবং জল ও ধুলো থেকে সুরক্ষার জন্য IP54 রেটিং দেওয়া হতে পারে।
ডায়মেনশন: লিক অনুযায়ী Infinix Zero 40 5G ফোনটি 164.31 x 74.47 x 7.9 মিমি হতে পারে।
Infinix Zero 40 5G এর দাম
গ্লোবাল রিটেলার ওয়েবসাইট লিস্টিং অনুযায়ী Infinix Zero 40 5G ফোনটির দাম 1,699 MYR অর্থাৎ প্রায় 32,000 টাকা রাখা হতে পারে। এই ফোনটি রক ব্ল্যাক, মুভিং টাইটানিয়াম, এবং ভায়োলেট গার্ডেন এর মতো তিনটি কালার অপশনে সেল করা হবে বলে আশা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।