বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : Infinix তাদের Note 30 সিরিজের সফলতার পর এই সিরিজের আপগ্রেডেড ভার্সন হিসাবে Note 40 সিরিজে কাজ করছে। এই সিরিজের Infinix Note 40 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে আসবে বলে আশা করা হচ্ছে। এই ফোনটিকে Bluetooth SIG সার্টিফিকেশন সাইটে দেখা গেছে। চলুন দেখে নেওয়া যাক এই লিস্টিং এবং ফোনটির গুরুত্বপূর্ণ ডিটেইলস সম্পর্কে।
আপকামিং Infinix Note 40 Pro ফোনে ব্লুটুথ 5.3 ফিচার দেওয়া হবে বলে জানানো হয়েছে। এই ওয়েবসাইটে দেখার পর মনে করা হচ্ছে ফোনটি আগামী ডিসেম্বর মাসে বা জানুয়ারিতে লঞ্চ করা হবে।
এর আগে কোম্পানি মে এবং জুন মাসে তাদের Infinix Note 30 সিরিজের অধীনে Infinix Note 30, Infinix Note 30 5G, Infinix Note 30 Pro, Infinix Note 30 VIP এবং Infinix Note 30i নামের পাঁচটি ফোন পেশ করেছিল। আশা করা কোম্পানি তাদের আপকামিং Infinix Note 40 সিরিজেও একই ধরনের ফোন পেশ করবে। নিচে কোম্পানির Note 30 Pro ফোনের স্পেসিফিকেশন শেয়ার করা হল। আরও পড়ুন: ঘোষণা হল realme GT5 Pro এর লঞ্চ ডেট, Snapdragon 8 Gen 3 প্রসেসর সহ এই দিন হবে লঞ্চ
ডিসপ্লে: Infinix Note 30 Pro ফোনে 6.67 ইঞ্চির এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট এবং 1080×2400 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট করে।
প্রসেসর: এই ফোনে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট যোগ করা হয়েছে। 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি এই প্রসেসরের পীক ক্লক স্পীড 2.2GHz।
ক্যামেরা: এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি 2 মেগাপিক্সেল সেন্সর সহ ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। একইভাবে সেলফির জন্য এই ফোনের ফ্রন্ট প্যানেলে 32 মেগাপিক্সেল সেন্সর দেওয়া হয়েছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 68 ওয়াট ফাস্ট চার্জিং এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি যোগ করা হয়েছে।
অন্যান্য: Infinix Note 30 Pro ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল সিম 4G, ওয়াইফাই, ব্লুটুথের মতো প্রয়োজনীয় ফিচার রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।