সুয়েব রানা, সিলেট : বাংলাদেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে একটি সময়োপযোগী পদক্ষেপ হিসেবে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন ট্রাস্ট (বিডিডিট) মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট প্রতিবন্ধী সেবা কেন্দ্রে সরেজমিন পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে ছিলেন বিডিডিটির প্রজেক্ট কো-অর্ডিনেটর শবনম ফেরদৌসী ও প্রোগ্রাম অফিসার সাবরিনা তাসনীম। পরিদর্শনকালে স্থানীয় কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. নীলিমা আহমেদ তাদের সার্বিক সহযোগিতা করেন।
শবনম ফেরদৌসী জানান, “জেলার পর জেলা ঘুরে আমরা সেবা কেন্দ্রগুলোর বর্তমান অবস্থা পর্যালোচনা করছি। এর মাধ্যমে ঘাটতি নির্ধারণ করে একটি কেন্দ্রীয় ডাটাবেইজ তৈরি করা হবে। ভবিষ্যতের জাতীয় উন্নয়ন কার্যক্রম এই তথ্যের ভিত্তিতেই পরিচালিত হবে।” তিনি আরও উল্লেখ করেন, সিলেট সেবা কেন্দ্রে শিশুদের জন্য খেলাধুলার ব্যবস্থা এবং প্রতিবন্ধীবান্ধব বাথরুম ফিচার যেমন সেফটি রডের অভাব লক্ষ্য করা গেছে।
প্রোগ্রাম অফিসার সাবরিনা তাসনীম বলেন, “আমরা কেবল দাপ্তরিক পর্যালোচনায় সীমাবদ্ধ থাকিনি। বরং সরেজমিন ঘুরে প্রতিটি কার্যক্রম, থেরাপি রুম, যন্ত্রপাতি, সেবাপ্রাপ্তদের মতামতসহ সবকিছু বিস্তারিতভাবে ডকুমেন্ট করেছি। লক্ষ্য হলো—প্রকৃত চাহিদার ভিত্তিতে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ।”
ডা. নীলিমা আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে আমাদের কিছু চাহিদা ও সীমাবদ্ধতার কথা বলা হচ্ছিল। এবার প্রতিনিধি দল সেগুলো প্রত্যক্ষ করেছেন। শিশুদের মানসিক বিকাশের অনুপযুক্ত পরিবেশ, চলাচলের সীমাবদ্ধ অবকাঠামো, এবং আধুনিক থেরাপি যন্ত্রপাতির ঘাটতির মতো বিষয়গুলো গুরুত্বসহ বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তারা।”
এই উদ্যোগ শুধু সিলেট নয়, বরং দেশের সব প্রতিবন্ধী সেবা কেন্দ্রগুলোর হালনাগাদ পরিস্থিতি বিশ্লেষণের একটি বৃহৎ পদক্ষেপ। সংশ্লিষ্টরা মনে করেন, এটি সরকারিভাবে নীতিগত পরিকল্পনা গ্রহণ, সেবা সম্প্রসারণ ও কেন্দ্রগুলোর আধুনিকায়নের জন্য একটি ভিত্তি তৈরি করবে, যা প্রতিবন্ধী জনগোষ্ঠীর জীবনে দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাব ফেলবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।