মুফতি আব্দুল হালিম বোখারীর মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

তথ্যমন্ত্রীর শোক

জুমবাংলা ডেস্ক : আল-জামিয়া আল ইসলামিয়া জমিরিয়া কাসেমুল উলুম পটিয়া মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।
তথ্যমন্ত্রীর শোক
মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, দেশবাসী একজন নিবেদিত প্রাণ আলেমে দ্বীনকে হারালো।

আব্দুল হালিম বোখারী দেশব্যাপী ইসলামের প্রচার প্রসারে ও দ্বীনি শিক্ষা বিস্তারে অনন্য ভূমিকা রেখেছেন। বহু মসজিদ, মাদ্রাসা প্রতিষ্ঠাসহ ইসলাম ধর্মের বহুমূখী খেদমত করে গেছেন তিনি। মহান আল্লাহর কাছে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।

আল্লামা শাহ মুফতি আব্দুল হালিম বোখারী মঙ্গলবার সকালে নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।

দুর্যোগে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে: তথ্যমন্ত্রী