জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সোমবার সাইকেল চালিয়ে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন।
সোমবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে সাইকেল চালিয়ে রাঙ্গুনিয়া সরকারি কলেজ গেট হয়ে মরিয়মনগর চৌমুহনীতে পথসভায় যোগ দেবেন হাছান মাহমুদ। এছাড়া মঙ্গলবার সকাল ১০টায় রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন তথ্যমন্ত্রী।
এসব তথ্য নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। তিনি আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের যথাসময়ে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।