জুমবাংলা ডেস্ক : নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, ‘আমরা চারটি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে পর্ষদ থেকে অনুমতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে আবেদন করবো।’
দেশের বেসরকারি খাতের ৯ ব্যাংকের পর এবার সরকারি চার ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক গঠনের করার উদ্যোগ নিয়েছে৷ সে লক্ষ্যে চারটি ব্যাংক মিলে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের অনলাইনে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করবে। ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রাণী, জনতা ও রূপালী।
নাম প্রকাশে অনিচ্ছুক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের একজন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বলেন, ‘আমরা চারটি ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক গঠনের সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে পর্ষদ থেকে অনুমতি নেয়া হয়েছে। বৃহস্পতিবার আমরা বাংলাদেশ ব্যাংকের ওয়েব পোর্টালে আবেদন করবো।’
সম্প্রতি দেশে ডিজিটাল ব্যাংক প্রতিষ্ঠার অনুমতি প্রদানের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। এ জন্য আগ্রহীদের কাছ থেকে আবেদনও আহ্বান করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের পর দেশের বিভিন্ন ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান ও বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান ডিজিটাল ব্যাংক করতে আগ্রহী হয়ে উঠেছে।
এর আগে দেশের বেসরকারি খাতের ৯ ব্যাংক মিলে ডিজিটাল ব্যাংক করার উদ্যোগ নিয়েছে। একসঙ্গে ৯ ব্যাংক মিলে এ ধরনের উদ্যোগ দেশে এখন পর্যন্ত এটিই প্রথম।
ডিজিটাল ব্যাংক করার জন্য একসঙ্গে জোট বা কনসোর্টিয়াম গঠন করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- সিটি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল), ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড (ডিবিবিএল), ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসিবি) ও মিডল্যান্ড ব্যাংক।
ডিজিটাল ব্যাংক গঠনে ৯ ব্যাংকের প্রতিটি প্রায় ১৪ কোটি টাকা করে মোট ১২৬ কোটি টাকা মূলধন জোগান দেবে।
কেন্দ্রীয় ব্যাংক চলতি বছরের ২১ জুন ডিজিটাল ব্যাংক গঠনে আগ্রহী উদ্যোক্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করে। ১ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে বলে জানানো হয়েছিল। পরবর্তীতে আবেদনের সময় বাড়িয়ে ১৭ আগস্ট পর্যন্ত করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।