জুমবাংলা ডেস্ক : মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সম্মাননা দেয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ হাইকমিশন। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১২ লাখেরও বেশি বাংলাদেশি নাগরিক মালয়েশিয়ায় রয়েছেন। কৃষি, ব্যবসা, শিল্প, শিক্ষা, চিকিৎসা, প্রকৌশল, গবেষণা ও সমাজসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে কাজ করছেন এবং বাংলাদেশে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
একই সঙ্গে এ সকল বাংলাদেশি তাদের দক্ষতা ও নিষ্ঠার সাথে কাজের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করছেন। এসব অনন্য সাধারণ অবদানের স্বীকৃতি স্বরূপ মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন তাদের বিশেষ সম্মাননা প্রদানের উদ্যোগ গ্রহন করেছে।
হাইকমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামি ২৫ নভেম্বর ২০২৪ তারিখের মধ্যে মালয়েশিয়ায় বসবাসরত আগ্রহী বাংলাদেশি নাগরিকদেরকে নিম্নোক্ত তথ্যাবলী সম্বলিত আবেদনপত্র নিম্নবর্ণিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রাপ্ত আবেদনপত্র সমূহ যাচাই-বাছাইপূর্বক সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে। আবেদনপত্র পাঠানোর ইমেইল: mission.kualalumpur@mofa.gov.bd ও ss.lab.kl@gmail.com
আবেদনপত্রে যা যা উল্লেখ করতে হবে- নাম ও পাসপোর্ট নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা (মোবাইল নম্বরসহ), আবেদনের ক্যাটাগরি, বর্তমান পেশা ও কর্মস্থলের ঠিকানা।
এছাড়া বিশেষ অবদান/অর্জনের বর্ণনা (৫০০ শব্দের মধ্যে বাংলা অথবা ইংরেজিতে), পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অবদান/অর্জনের স্বীকৃতিস্বরূপ প্রমাণক/তথ্যাদি (যদি থাকে) উল্লেখ করতে হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


