জুমবাংলা ডেস্ক : দীর্ঘ সাত বছর ধরে বন্ধ থাকা বাংলাদেশি নাগরিকদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালুর আহ্বান জানালেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। বাহরাইনের বিচার, ইসলামীক ও আওকাফ বিষয়ক মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উত্থাপন করেন।
মানামাস্থ বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা যায়, গত ৬ মার্চ অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাতে রাষ্ট্রদূত সরোয়ার এবং মন্ত্রী নওয়াফ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল প্রবাসী বাংলাদেশি কর্মীদের আইনি প্রক্রিয়া সহজ করা এবং দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ভিসা ইস্যু পুনরায় চালু করার বিষয়টি।
উল্লেখ্য, প্রায় সাত বছর ধরে বাহরাইন সরকার বাংলাদেশিদের জন্য নতুন ভিসা প্রদান বন্ধ রেখেছে। ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা ও ফ্যামিলি ভিসাসহ সকল প্রকার ভিসাই কার্যত বন্ধ থাকায় বাহরাইনে কর্মসংস্থানের সুযোগ কার্যত রুদ্ধ হয়ে গেছে, যার ফলে সেখানে যেতে ইচ্ছুক বাংলাদেশি কর্মীরা এবং তাদের পরিবার দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি কূটনৈতিক ও সরকারি মহলে আলোচিত হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো সমাধান আসেনি।
পারস্য উপসাগরের দ্বীপরাষ্ট্র বাহরাইনে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার বাংলাদেশি কর্মী বিভিন্ন পেশায় কর্মরত আছেন। ২০১৮ সাল থেকে নতুন ভিসা বন্ধ থাকলেও, পূর্বে কর্মরত অনেক বাংলাদেশি কর্মীর ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং নতুন ভিসা না পাওয়ায় তাদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার ভিসা পুনরায় চালু করার বিষয়ে সাদর আহ্বান জানালে, মন্ত্রী নওয়াফ বিন মোহাম্মদ বিন হামাদ আল মাওদাহ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার আশ্বাস দেন এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে একমত পোষণ করেন। এই বৈঠক বাহরাইনে ভিসা সংক্রান্ত দীর্ঘ দিনের জটিলতা নিরসনে নতুন আশার আলো জাগিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।