ইনজেকশনের সুচ কোন ধাতু দিয়ে তৈরি হয়? ৯৯% মানুষ জানেন না

সুচ

লাইফস্টাইল ডেস্ক : দৈনন্দিন জীবনে এমন কিছু জিনিস রয়েছে যা আমাদের প্রতিনিয়ত ব্যবহার হয়। এর পিছনে এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা আমরা লক্ষ্যও করি না। হয়তো আপনার ক্ষেত্রেও এমনটাই হয়ে থাকে বা অনেকে তার সঠিক কারণ খুঁজে পান না। এই প্রতিবেদনে তেমনি ইনজেকশন এর একটি বিশেষ বৈশিষ্ট্যের সম্পর্কে তুলে ধরা হলো, যা হয়তো খুব কম মানুষই জানেন।

সুচ

ইনজেকশন নেওয়া মানেই ছোটবেলার সবচেয়ে ভয়ংকর স্মৃতিগুলির মধ্যে একটি। আজও এটি নিতে অনেকেই ভয় পান। হয়তো আপনিও কখনো ভেবেছেন যে, যদি ইনজেকশনের সুচ ভেঙে ভিতরে ঢুকে যায়, তাহলে শরীরের কি হবে? এটা কোন ধাতু দিয়ে তৈরি যার ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে?

আসলে এই সম্পর্কিত ধারণা অনলাইন প্লাটফর্ম Quora-এর একজন ব্যবহারকারী প্রশ্ন করেছেন যে, ইনজেকশনের সুচটি কোন ধাতু দিয়ে তৈরি? এবার জেনে নেয়া যাক এর উত্তরগুলি সম্পর্কে। প্রথমেই জানিয়ে রাখি এই সকল প্রশ্নের উত্তর সাধারণ মানুষেরাই দিয়ে থাকেন। তবে অনেকেই প্রশ্নের উত্তর দিতে পেরেছেন।

বেশিরভাগ মানুষ এই প্রশ্নের উত্তর দিয়ে বলেছেন, ইনজেকশনের জন্য ব্যবহৃত যে সুচটি ব্যবহার করা হয় তা স্টেইনলেস স্টিল ছাড়া কিছুই নয়। একে কার্বন ইস্পাতও বলা হয়। আইডি এবং ইন্ত্রামাসকুলার ইনজেকশন এর জন্য ব্যবহৃত সুচগুলি স্টেইনলেস স্টিল দিয়েই তৈরি হয়।

‘কাট’ বলার পরও ঐ কাজটি করতে থাকেন রণবীর ও দীপিকা

উল্লেখ্য, ইনজেকশনের সুচটি শক্তিশালী ধাতু দিয়ে তৈরি হয়, যাতে এটি কখনোই ভেঙে না পড়ে বা এর কোন অংশ মানুষের শরীরে ভিতরে ঢুকে না যায়। যদি এমনটা হয় তাহলে সংক্রামিত হতে পারে। এই ফাঁপা সুচ দিয়েই পিচকারির মতো সিরিঞ্জির সাহায্যে শরীরে ওষুধ প্রবেশ করানো হয়।