খেলাধুলা ডেস্ক : অস্বস্তি অনুভব করায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সেলোনা শিবিরে ছিলেন না তরুণ তারকা লামিন ইয়ামাল। এবার তাকে নিয়ে আরও বড় দুঃসংবাদ দিলো কাতালান ক্লাবটি। এদিকে পুরনো চোটে নতুন করে মাঠের বাইরে ছিটকে গেছেন রবার্ট লেভানদোভস্কিও। দুজনের মেডিকেল রিপোর্ট প্রকাশ করেছে ক্লাব।
এক বিবৃতিতে বার্সা তাদের মেডিকেল রিপোর্টে জানিয়েছে, ডান পায়ের গোড়ালিতে গ্রেড-১ ইনজুরিতে ভুগছেন ইয়ামাল। যেখান থেকে তার সেরে উঠতে দুই থেকে তিন সপ্তাহ সময় লাগবে।
ফলে আন্তর্জাতিক বিরতিতে স্পেনের হয়ে ডেনমার্ক ও সুইজারল্যান্ডের বিপক্ষে নেশন্স লিগে খেলা হচ্ছে না এ উইঙ্গারের।
শুধু তাই নয়, আন্তর্জাতিক বিরতি শেষে ক্লাবের হয়ে সেল্টা ভিগোর বিপক্ষে লা লিগার ম্যাচের পর মিস করবেন ২৬ নভেম্বর ব্রেস্তের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটিও। এরপর বিশ্রামে থাকবেন লাস পালমাসের বিপক্ষে লিগ ম্যাচে। পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক সম্পন্ন করতে পারলে তিনি ফিরবেন ৪ ডিসেম্বর মায়োর্কার বিপক্ষে ম্যাচে।
গত ৬ নভেম্বর চ্যাম্পিয়ন্স লিগে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ৫-২ গোলে জয়ের ম্যাচে চোট পেয়েছিলেন ১৭ বছর বয়সি ইয়ামাল।
এদিকে পুরনো পিঠের চোট নতুন করে সমস্যায় ফেলেছে লেভানদোভস্কিকে। তবে তার ইনজুরি খুব একটা গুরুতর নয়। ১০ দিনের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। খেলা হবে না পোল্যান্ডের হয়ে নেশন্স লিগের ম্যাচে। তবে বার্সার পরবর্তী ম্যাচেই ফিরতে পারবেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।