জুমবাংলা ডেস্ক: কেটে গেলে ক্ষতস্থানে সাধারণত সকলেই অ্যান্টিসেপটিক, তুলা, ব্যান্ডেড ব্যবহার করে থাকি৷ রক্ত বন্ধ করতে বা কেটে যাওয়া পরিষ্কার করতে ছোটবেলা থেকেই বড়দের তুলা ব্যবহার করতে দেখে আসছি৷ তাই আমাদের সকলেই কেটে গেলে তুলার খোঁজ করে থাকি৷ কিন্তু তাতে নিজের যে কী মারাত্মক ক্ষতি করছি তা আমরা অনেকেই জানি না৷ সম্প্রতি একটি দ্য হেলথসাইট ডট কম নামে ওয়েবসাইটে প্রকাশিত আর্টিক্যালে বলা হয়েছে তুলা ব্যবহারে হতে পারে বড় বিপদ ৷
এর মূল কারণ হচ্ছে অনেক সময় কেটে যাওয়া জায়গা পরিষ্কার করতে গিয়ে তুলার রোয়া আটকে যায় ৷ যা থেকে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে৷
এছাড়া তুলা আমরা অনেকেই বাড়ির যে কোনও জায়গাই রেখে থাকি ৷ এর ফলে তাতে ধুলো ও ময়লা জমতে থাকে৷ তাই সেই তুলা ব্যবহার করলেও ইনফেকশন হতে পারে৷ তুলা ব্যবহার করার আগে তাই সাবধান থাকুন৷ দেখে নিন সেটি পরিষ্কার রয়েছে কিনা ৷
চিকিৎসকেরা বলছেন যে কোনও কাটা জায়গা আগে পানি দিয়ে ধুয়ে নিন৷ এতে ইনফেকশনের সম্ভাবনা অনেকটাই কমে যায়৷ রক্তক্ষরণে কম করার জন্য বরফ লাগান৷ গজ বা ব্যান্ডেড ব্যবহার করতে পারেন ৷ তবে রক্তক্ষরণ না কমলে শীঘ্রই চিকিৎসকের পরামর্শ নিন ৷
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।