বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : মেসেজে কারো সঙ্গে কথা বলার সময় ব্যবহারকারীদের একাধিক কাজ করার সুবিধা দিতে যাচ্ছে ইনস্টাগ্রাম। বিশেষ করে ফিড স্ক্রলিংয়ের সময় যদি কেউ মেসেজ দিয়ে থাকে তখন ফিড থেকে ইনবক্সে যাওয়া বন্ধে ফিচারটি আনতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। খবর এনগ্যাজেট।
নতুন পরিবর্তনের ফলে ব্যবহারকারীদের ফিডের ওপর নতুন মেসেজের ট্যাব চালু হবে। মেসেজে ক্লিক করার মাধ্যমে রিপ্লাই দেয়া যাবে। পাশাপাশি ছবি ও ভিডিও শেয়ারের প্লাটফর্মটি পোস্ট শেয়ারিংকে আরো গতিশীল করতে নতুন শর্টকাট যুক্ত করতে যাচ্ছে। পোস্ট শেয়ারের ক্ষেত্রে আগে কন্টাক্ট লিস্ট ঘুরতে হলেও নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নির্দিষ্ট চারজন বন্ধুকে তালিকায় যুক্ত করতে পারবেন।
মাল্টিটাস্কিং, শেয়ারিং শর্টকাটের পাশাপাশি গান শেয়ারেও নতুন ফিচার যুক্ত করছে প্লাটফর্মটি। এ পরিপ্রেক্ষিতে ব্যবহারকারীরা স্পটিফাই, অ্যাপল ও অ্যামাজন মিউজিক থেকে ৩০ সেকেন্ডের প্রিভিউ ক্লিপ শেয়ার করতে পারবে। ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার একীভূতকরণ শুরুর পর থেকে ইনস্টাগ্রামের ইন-অ্যাপ চ্যাটে নতুন নতুন ফিচার যুক্ত হচ্ছে। ফলে এটি ধীরে ধীরে মেসেঞ্জারের মতো আরো সক্রিয় হয়ে উঠছে।
যারা এতদিন দুটি প্লাটফর্মের ইনবক্স যুক্ত করতে চেয়েছিল, তারা এখন তাদের চ্যাটবক্সের ট্রে-তে মেসেঞ্জারের মতো অনলাইনে থাকা বন্ধুদের তালিকা দেখতে পারবে। এগুলোর সঙ্গে স্ল্যাক ডিজাইনের সাইলেন্ট শর্টকাট ফিচারও যুক্ত করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।
সম্প্রতি মেসেঞ্জারও ফিচারটির বিষয়ে তথ্য প্রকাশ করেছে। এর মাধ্যমে কোনো নোটিফিকেশন দেখানো ছাড়াই অন্য কাউকে মেসেজ পাঠানো যাবে। পাশাপাশি প্রথমবারের মতো ইনস্টাগ্রামের গ্রুপ চ্যাটে পোলিং বা ভোট দেয়ার ফিচার যুক্ত হতে যাচ্ছে। বর্তমানে নির্দিষ্ট কিছু দেশে ফিচারগুলো চালু আছে বলে প্লাটফর্ম সূত্রে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।