বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে প্রোফাইলে পছন্দের স্টোরি পিন করার সুবিধা দিচ্ছে ছবি শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রাম। এর মাধ্যমে স্টোরির মেয়াদ বাড়ানো যাচ্ছে। শিগগিরই ব্যবহারকারীদের পোস্ট পিন করার সুবিধা দেবে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। এ লক্ষ্যে ফিচারটির পরীক্ষা চালানো হচ্ছে। খবর এনগ্যাজেট।
টেকক্রাঞ্চের তথ্যানুযায়ী, সম্প্রতি ইনস্টাগ্রাম এমন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছে, যেটি ব্যবহারকারীদের নির্ধারিত পোস্ট প্রোফাইলের ফটো গ্রিডে পিন করে রাখার সুবিধা দিচ্ছে। যারা এ পরীক্ষার অন্তর্গত তারা ফিচারটি ব্যবহার করতে চাইলে পোস্টের ওপরে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করে পিন টু ইওর প্রোফাইল অপশন নির্বাচন করতে পারবে। এক বিবৃতিতে ইনস্টাগ্রাম জানায়, আমরা এমন একটি ফিচারের পরীক্ষা চালাচ্ছি, যেটি ব্যবহারকারীদের পোস্ট পিন করার সুবিধা দেবে।
রিভার্স ইঞ্জিনিয়ার আলেসান্দ্রো পালুজি জানুয়ারিতে রেগুলার পোস্ট হাইলাইট করার বিষয়ে প্লাটফর্মটির পরিকল্পনার বিষয়ে জানিয়েছিলেন। টুইটার, টিকটকসহ বেশকিছু সামাজিক মাধ্যম ফিচারটি ব্যবহারের সুবিধা দেয়। যেসব ব্যবহারকারী প্রতিনিয়ত পোস্ট করেন এবং তাদের সেরা পোস্টগুলো সামনে রাখতে চান, তাদের জন্য ফিচারটি কার্যকর।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।