বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে ইনস্টাগ্রাম। নিজের ছবি, ভিডিও পোস্ট করছেন নিয়মিত। প্রিয়জনের সঙ্গে কাটানো কোনো বিশেষ মুহূর্ত ভিডিও করে রিলসে শেয়ার করছেন। ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় ফিচার হচ্ছে রিলস।
মাসে লাখ লাখ টাকা আয় করা যায় এই রিলস থেকে। এজন্য প্রতিনিয়ত রিলসকে আরও উন্নত করছে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে চালু হচ্ছে নতুন ফিচার। এখন ব্যবহারকারীরা রিলসে গানের লিরিক্সও দিতে পারবেন। এতদিন ইনস্টাগ্রাম স্টোরিতে এই ফিচার ব্যবহার করা যেত। এবার থেকে রিলসেও মিলবে এই সুবিধা।
ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসারি তার চ্যানেলে জানিয়েছেন, রিলসগুলোকে আরও দৃষ্টিনন্দন করতে নানা আপডেট আসবে। নতুন ফিচারের মাধ্যমে রিলস এডিট করার সময় গানের লিরিক্সও যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। ঠিক যেমনটা ইনস্টাগ্রাম স্টোরিতে করা যায়।
দেখে নিন কীভাবে আপনার রিলস ভিডিওতে গানের লিরিক্স যুক্ত করবেন-
>> মিউজিক বাটনে ক্লিক করতে হবে।
>> বেছে নিতে হবে নিজের পছন্দ মতো গান।
>> নতুন, নির্বাচিত গানের লিরিক্স যোগ করতে সোয়াইপ করতে হবে বাম দিকে।
>> ব্যস, রিলসে গানের সঙ্গে তার লিরিক্সও চলে আসবে।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।