বিনোদন ডেস্ক : সম্প্রতি ইনস্টাগ্রাম স্টোরিতে অত্যন্ত ‘কুরুচিপূর্ণ’একটি পোস্ট শেয়ার করেছেন রণবীর কাপুরের মা বলি অভিনেত্রী নীতু সিং। ওই পোস্টের মাধ্যমে আলিয়া নাকি ক্যাটরিনাকে খোঁচা দিয়েছেন তা এখনও বুঝে উঠতে পারছেন না নেটিজেনরা।
কোন অভিনেত্রীকে ইঙ্গিত করা হয়েছে তা বুঝে উঠতে না পারলেও সে পোস্টকে সুস্থ সমাজের পক্ষে ‘অস্বাস্থ্যকর’ দাবি করেছেন সোশ্য়াল মিডিয়া ইউজাররা।
অনেকেই কাঠগড়ায় তুলেছেন নীতু কাপুরের মানসিকতাকে। ইংরেজিতে লেখা বিতর্কিত সে পোস্টে নীতু নেতিবাচক ইঙ্গিত করেছেন। যার বাংলা অর্থ দাঁড়ায়, ‘তোমাকে ৭ বছর ধরে সে ডেট করেছে তার মানে এই নয় যে সে তোমাকে বিয়ে করবে। আমার কাকা ৬ বছর ধরে মেডিসিন পড়েছে, আর এখন তিনি ডিজে।
টুইটারে নীতুর এ পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে। অনেক নেটিজেনই এ পোস্টের দুইয়ে দুইয়ে চার মেলাতে চেয়েছেন। যেমন, সবারই জানা নীতুর ছেলে বলি অভিনেতা রণবীর কাপুর ৭ বছর ধরে প্রেম করেছিলেন ক্যাটরিনাকে। কিন্তু শেষমেশ বিয়ে করেছেন আলিয়াকে।
এবার নীতুর সে পোস্টের লেখা অনুযায়ী, ক্যাটরিনা এবং আলিয়া উভয়েই কটাক্ষের শিকার হয়েছেন। যেমন প্রথম লাইনটি দিয়ে নীতু কটাক্ষ করেছেন ক্যাটরিনাকে। তার ছেলে রণবীর ক্যাটরিনার সঙ্গে ৭ বছর প্রেম করেছে, তার মানে এই নয় যে রণবীর ক্যাটরিনাকে বিয়ে করবে। এ লেখার মাধ্যমে একজন নারী হয়ে অন্য এক নারীর সম্মানকে খর্ব করেছেন নীতু।
আবার নীতুর পোস্ট করা দ্বিতীয় লাইন ব্যাখ্যা করলে দেখা যায়, পুত্রবধূ আলিয়াকেও কটাক্ষ করেছেন শাশুড়ি নীতু। অভিনেত্রীর পোস্ট করা দ্বিতীয় লাইনটি ছিল, আমার কাকা ৬ বছর ধরে মেডিসিন পড়েছে, আর এখন তিনি ডিজে।
অর্থাৎ ছেলে ৭ বছর ধরে ক্যাটরিনার সঙ্গে প্রেম করলেও শেষমেশ আলিয়াকে বিয়ে করেছেন রণবীর। অর্থাৎ ক্যাটরিনা মেডিসিনের মতো কাঙ্ক্ষিত এবং উচ্চপদমর্যাদার বিষয়। ডাক্তার এ পেশার সঙ্গে তুলনা করলে আলিয়ার পদমর্যাদা হয় নিচু ডিজের সমান।
শুধু যে নিজের ছেলে ডিজে টাইপের বিয়ে করেছেন, তা নয়। এ লাইনের মাধ্যমে ক্যাটরিনার স্বামী বলি অভিনেতা ভিকিকেও কটাক্ষ করেছেন নীতু। তাই এ পোস্ট দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠে নেটেজেনরা।
নেটদুনিয়ায় নীতুর সে পোস্টে নেটেজেনরা করতে শুরু করে উত্তপ্ত মন্তব্য। একজন লেখেন, ‘ক্যাটকে নিয়ে এই অবসেশনটা স্বাভাবিক। মেয়েটাই এত সুন্দর’।
আবার অন্যজন লেখেন, ব্রেকআপের এত বছর পর ক্য়াটকে খোঁচা দেয়ার মানে কী? আরেক নেটিজেন তো কমেন্টে এক হাত দেখিয়েই দেন নীতুকে।
ওই নেটিজেন লেখেন, যাদের সঙ্গে রণবীরের ব্রেকআপ হয়েছে, তাদের কপাল ভালো যে ভাগ্য়ে অসভ্য শাশুড়ি আর চরিত্রহীন বর জোটেনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।