বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমানে প্রায় সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেলিব্রিটি না হলেও Instagram ভেরিফাইড করতে চান। কিন্তু কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে হবে সে নিয়ম অনেকেই জানেন না। আজ আপনাদের জানাবো কীভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাইড করতে কী ধরনের যোগ্যতার প্রয়োজন হবে সে সম্পর্কে বিস্তারিত তুল ধরা হচ্ছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে জনপ্রিয়তার তালিকায় ইনস্টাগ্রাম অন্যতম। ছবি এবং ভিডিও শেয়ারের জন্য এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে অনেকেই আজ তার অ্যাকাউন্টকে ভেরিফাইড করতে চান।
তবে Instagram ভেরিফাইড জন্য কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে থাকে। যেমন: আইডি ভুয়া কিনা, পাবলিক ফিগার কিনা, সেলিব্রেটি অথবা ব্রান্ড প্রোমোটর কিনা।
মূলত আইডির প্রকৃত মালিক চিহ্নিত করার জন্য ইনস্টাগ্রাম ব্লু ব্যাজ দিয়ে থাকে। একবার অ্যাকাউন্টে ব্লু ব্যাজ যুক্ত হলে ইউজার নাম আর পরিবর্তন করা যায় না। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ব্লু ব্যাজ যুক্ত করার শুরুতে যেসব তথ্য থাকতে হবে।
১. প্রথমেই নিয়শ্চয়তা প্রদান করতে হবে যে আইডি’র প্রকৃত মালিক আছে।
২. আইডির নামে ভিন্নতা থাকতে হবে। একই নামের অনেকগুলো আইডি থাকলে তাতে ব্লু ব্যাজ যুক্ত করা কঠিন।
৩. আইডিতে পরিপূর্ণ তথ্য থাকতে হবে। নিয়মিত অ্যাকটিভ থাকতে হবে।
৪. আপনার আইডি জনপ্রিয় ব্যক্তিদের তালিকার মধ্যে থাকতে হবে।
Instagram ভেরিফাইড ব্যাজের জন্য আবেদন করবেন যেভাবে :
১. প্রথমে ইনস্টাগ্রামে প্রবেশ করে প্রোফাইল পিকচারের ওপর ক্লিক করে প্রোইলে যান।
২. সেটিংসে প্রবেশ করুন।
৩. অ্যাকাউন্টে ক্লিক করুন, তারপর ভেরিফাইড রিকোয়েস্টে ক্লিক করুন।
৪. আইডি কার্ড কিংবা ব্যবসায়ী ডকুমেন্ট অনুযায়ী পূর্ণ নাম লিখুন।
৫. এরপর যে নির্দেশনা আসবে সে অনুযায়ী পরবর্তী কাজ করুন ।
মনে রাখবেন, Instagram ভেরিফাইড ব্লু ব্যাজ পাওয়ার জন্য আবেদন করার সঙ্গে সঙ্গে যদি আপনার সব তথ্য ঠিক থাকে তাহলে অ্যাকাউন্ট ভেরিফাইড করা হবে। কিন্তু কোনো তথ্য সঠিক না থাকলে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ অ্যাকাউন্ট বন্ধ করে দিতে পারে। এজন্য তথ্য প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।