বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক :Instagram শিশুদের নিরাপত্তায় ২০২২ সালে ক্রোনোলজিক্যাল নিউজ ফিড চালু করবে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠান। সম্প্রতি সিনেট শুনানিতে উপস্থিত হয়ে প্লাটফর্মটির প্রধান অ্যাডাম মোসেরি একথা জানান। এতদিন অ্যালগরিদমের ভিত্তিতে ফিড সাজানো হতো। খবর রয়টার্স। দীর্ঘদিন থেকেই অনলাইনে বিশেষ করে Instagram শিশুদের নিরাপত্তার বিষয়ে আলোচনা-সমালোচনা চলে আসছিল। অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হাউগেন গুরুত্বপূর্ণ নথি ফাঁস করলে সমালোচনা আরো প্রকট হয়। এর পরিপ্রেক্ষিতে Instagram কী পদক্ষেপ নেবে, সে বিষয়ে মোসেরির কাছে জানতে চান যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতারা।
তরুণ ব্যবহারকারীদের মানসিক স্বাস্থ্য, ব্যক্তিত্ব ও নিরাপত্তায় ইনস্টাগ্রাম ও ফেসবুক কনটেন্টের বিরূপ প্রভাব নিয়ে সমালোচনার পাশাপাশি জাতীয় পর্যায়ে তদন্ত শুরু হয়। সিনেট প্যানেলের সামনে সাক্ষ্য প্রদানের সময় মোসেরি জানান, কয়েক মাসেরও বেশি সময় ধরে ছবি শেয়ারিংয়ের প্লাটফর্মটি ক্রোনোলজিক্যাল ফিড তৈরিতে কাজ করছে এবং ২০২২ সালের শুরুতে নতুন এ পোস্ট ফিড চালু করা হবে। ব্যবহারকারীদের পছন্দের পরিপ্রেক্ষিতে অ্যালগরিদমিক যে র্যাংকিং ব্যবস্থা ছিল, সেটি পরিবর্তনেই এ উদ্যোগ নেয়া হয়েছে।
শুনানিতে আইনপ্রণেতারা লক্ষ্যযুক্ত বিজ্ঞাপন ও শিশুদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রে মোসেরি কী ধরনের আইনি সংস্কারকে সমর্থন করবেন, সে বিষয়ে পরিষ্কার উত্তর প্রদানে তাকে চাপ প্রয়োগ করেন। বক্তব্যের শুরুতে সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল বলেন, প্লাটফর্মটির স্ব-নিয়ন্ত্রণের সময় শেষ হয়ে গেছে।
সাক্ষ্য দেয়ার সময় মোসেরি অনলাইনে তরুণদের নিরাপদ রাখতে ও সার্বিক কার্যক্রম নির্ধারণে ইন্ডাস্ট্রি বডি তৈরির কথা জানান। ব্যবহারকারীদের বয়স নির্ধারণ এবং সে অনুযায়ী প্লাটফর্ম ডিজাইন ও প্যারেন্টাল কনট্রোল তৈরিতে সুশীল সমাজ, অভিভাবক ও আইনপ্রণেতাদের মত গ্রহণ করবে।
গত সেপ্টেম্বরে চাপের মুখে শিশুদের জন্য নতুন প্লাটফর্ম তৈরির সিদ্ধান্ত থেকে সরে আসে Instagram। এ বিষয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেন যে নথি ফাঁস করেছেন, সেখানে দেখা যায় শিশু-কিশোরদের ওপর ইনস্টাগ্রামের ক্ষতিকর প্রভাবের বিষয়ে প্রতিষ্ঠানটি অবগত ছিল।
শুনানিতে মোসেরি অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে প্রকাশিত প্রতিবেদন ও তথ্যের বিষয়ে প্রতিষ্ঠানের বক্তব্যের পুনরাবৃত্তি করেছেন। তিনি জানান, অভ্যন্তরীণ তদন্তের বিষয়ে ভুল তথ্য ও প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। এছাড়া শিশুদের জন্য নির্ধারিত ইনস্টাগ্রাম প্লাটফর্ম গঠনের সিদ্ধান্ত থেকে পুরোপুরি সরে আসার বিষয়ে জোর দেন নি তিনি। তরুণ ব্যবহারকারীদের সুরক্ষায় ইনস্টাগ্রাম নতুন পণ্য আনার ঘোষণা দিলেও সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন এ আপডেটকে অনেক দেরিতে আসা গুরুত্বহীন একটি আপডেট বলে জানিয়েছেন।
১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরিতে নিষেধাজ্ঞা থাকলেও মার্শা ব্ল্যাকবার্ন ও তার দল ১৫ বছর বয়সী ব্যবহারকারীর একটি জাল অ্যাকাউন্ট তৈরি করেছে। তিনি জানান, অ্যাকাউন্ট তৈরিতে নিষেধাজ্ঞার বিষয়টি ইনস্টাগ্রামের ওয়েব ভার্সনে কার্যকর হয়নি। ১৩ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট খোলার বিষয়ে ইনস্টাগ্রামসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব নীতিমালা রয়েছে। কিন্তু প্লাটফর্মগুলো এ বয়সী ব্যবহারকারীর বিষয়ে অবগত। এ বিষয়ে মোসেরি মোবাইলে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আরো উন্নত বয়স যাচাইকরণ প্রক্রিয়া চালুর কথা জানান। ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট বয়সভিত্তিক অভিজ্ঞতা অর্জন করতে পারবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।