জুমবাংলা ডেস্ক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা- ২০২৩” মেনে স্কুল-কলেজ পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যবস্থা করতে নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে স্বাক্ষর করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ তৌহিদুল ইসলাম।
নির্দেশনা বলা হয়েছে, ‘‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহি সংক্রান্ত নীতিমালা-২০২৩’’ অনুসরণ করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে কার্যক্রম পরিচালনার এবং উক্ত নীতিমালা বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানসমূহে অভ্যন্তরীন প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।