বিনোদন ডেস্ক : সোশ্যাল মিডিয়ায় ‘হিরো আলম’ নামে পরিচিত আশরাফুল হোসেন এখন থেকে রবীন্দ্র, নজরুল ও পল্লী গীতি গাইবেন না বলে ঘোষণা দিয়েছেন। তার গাওয়া একটি রবীন্দ্রসঙ্গীত সম্প্রতি ব্যাপক সমালোচনার জন্ম দেয়।
বুধবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়। এরপর নিজের সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভিডিও পোস্ট করেন তিনি।
হিরো আলম বলেছেন, তিনি মনে করেন তাকে গান গাইতে নিষেধ করে তার ‘ব্যক্তিগত স্বাধীনতায়’ হস্তক্ষেপ করা হয়েছে। পুলিশ তার ‘হিরো’ নাম পাল্টানোর নির্দেশ দিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
Advertisement
তবে গান বা অভিনয় বন্ধ করবেন না বলে জানান তিনি। অন্যদিকে পুলিশ বলছে, হিরো আলমকে ‘বিকৃত’ভাবে গান প্রচার করতে নিষেধ করেছে তারা। সূত্র : বিবিসি বাংলা।
‘হিরো আলম ইউটিউবে উল্টাপাল্টা গান যাই গাক, ডলার তো আনছিলেন!’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।