সাইফুল ইসলাম, মানিকগঞ্জ : মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে মানিকগঞ্জ পৌরসভায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগ উঠেছে। আইন অনুযায়ী সূর্যাস্তের আগে জাতীয় পতাকা নামিয়ে ফেলার নিয়ম থাকলেও সূর্যাসেতর পর মানিকগঞ্জ পৌরসভায় জাতীয় পতাকা না নামিয়ে মাটিতে ফেলে ইট দিয়ে চাপ দিয়ে রাখতে দেখা গেছে।
শনিবার (২৬ মার্চ) সূর্যাস্তের পর মানিকগঞ্জ পৌরসভায় সরেজমিনে গিয়ে দেখা যায়, জাতীয় পতাকা স্ট্যান্ডের সাথে বাধা অবস্থায় মানিকগঞ্জ পৌরসভার নগর ভবনের ছাদের ফ্লোরের সাথে ঝুলে রয়েছে। সেসময় পৌরসভার একজন নিরাপত্তা কর্মী ও পৌরসভার একজন কর্মকর্তা নগর ভবনের নীচে বসে রয়েছেন।
আশপাশের লোকজন জানান, সূর্যাস্তের পর জাতীয় পতাকা এভাবে রেখে জাতীয় পতাকা তথা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে অবমাননা করা হচ্ছে।
এ নিয়ে কথা হলে ঘাতক দালাল দালাল নির্মূল কমিটি ও হিউম্যান রাইটস ফোরাম মানিকগঞ্জ শাখা জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট দীপক কুমুর ঘোষ বলেন, কোন প্রতিষ্ঠান যদি সূর্যাস্তের পর জাতীয় পতাকা টানিয়ে রাখে বা ফ্লোরে ফেলে রাখে তবে অবশ্যই আইন আমান্য করেছে। এটা শাস্তিযোগ্য অপরাধ।
এ বিষয়ে মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী বলেন, এই কাজ যে করেছে তাকে আমি চাকরি থেকে বহিস্কার করবো।
এ ব্যাপারে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন বলেন, সুর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলন করা অবস্থায় থাকলে সেটা জাতীয় পতাকার অবমাননা। এটা একটা জঘন্য অপরাধ, অবশ্যই শাস্তি হওয়া উচিৎ।
মানিকগঞ্জ এ্যাপোলো হাসপাতাল: প্রতারণা করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।