তীব্র গরম ও বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অফিস

তীব্র গরম

জুমবাংলা ডেস্ক : রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাসহ মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে। দেশের তীব্র গরম পরিস্থিতি আগামী ১৮ এপ্রিল পর্যন্ত থাকতে পারে। এই সময় পর্যন্ত মৃদু, মাঝারি ও তীব্র তাপদাহ হতে পারে। তবে ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সারা দেশের বিভিন্ন জেলায় তীব্র তাপ প্রবাহ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে।

তীব্র গরম

তাপদাহের পরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ১৯ এপ্রিলের পর বৃদ্ধি পাবে বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এটি আরো দু দিন অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তিনি আরো জানান, পরবর্তী ৪৮ ঘণ্টার তাপ প্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। বর্ধিত ৫ দিনের আবহাওয়ার কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো চুয়াডাঙ্গাতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের ১৭টি জেলা ও অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়সের বেশি ছিল। এর মধ্যে যশোরে ৩৮, খুলনা ৩৭, মংলাতে ৩৭.৬, কুমারখারীতে ৩৭.৯, বরিশাল ৩৭, খেপুপাড়া ৩৭, পটুয়াখালী ৩৭.২, ভোলা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত খুলনা, রাজশাহী ও বৃহত্তর ফরিদপুর-মাদারীপুর এলাকার জেলার ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহের প্রবল সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১৪ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ, যশোর জেলার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দেশের অন্যান্য জেলাগুলোর তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদরা আরো জানিয়েছেন, এপ্রিল মাসে ৩ থেকে ৫টি মাঝারি শিলাবৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ১ থেকে ২টি তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। তীব্র ঝড়ে সাধারণত বাতাসের বেড় ৬০-৮০ কিলোমিটার বেগে কিংবা তার চেয়ে বেশি গতিতে বাতাসের প্রবাহ থাকতে পারে। এ ছাড়া বঙ্গোপসাগরে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে এপ্রিলের শেষার্ধে দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কাও রয়েছে।

বিমানবন্দরে ভিক্ষুকরা টাকার পরিবর্তে ডলার চায়