নতুন করে নির্ধারণ হলো রফতানি ঋণের সুদহার

জুমবাংলা ডেস্ক : বাজারভিত্তিক ঋণের সুদহার নির্ধারণের ধারাবাহিকতায় এবার প্রি-শিপমেন্ট ঋণের সুদহার বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, বৈশ্বিক বিরূপ অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোকে অধিকতর অভিঘাত সহনশীল করার পাশাপাশি দেশের রফতানিমুখী শিল্পের বিকাশ ও প্রসারে চলমান ধারা অব্যাহত রাখতে ও অধিকতর ঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হলো।

এখন থেকে প্রি-শিপমেন্ট সুদের হার নির্ধারণের ক্ষেত্রে স্মার্টের সঙ্গে সর্বোচ্চ ২ শতাংশ যোগ করে সুদহার নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানায়, কোনো ঋণ অথবা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিক মেয়াদোত্তীর্ণ হিসেবে চিহ্নিত হলে যে সময়ের জন্য মেয়াদোত্তীর্ণ হবে, ওই চলমান ঋণ বা তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর ও মেয়াদি ঋণের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ কিস্তির সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করা যাবে।

ব্যাংক কোম্পানি আইন-১৯৯৯-এর ২৯(২)(চ) ধারার ক্ষমতা বলে এই নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।