বিশ্বের প্রথম আন্তর্জাতিক বেসামরিক ড্রোন টুর্নামেন্টের আয়োজন করেছে রাশিয়া। গত ৭ আগস্ট রাজধানী মস্কোতে এই টুর্নামেন্ট শুরু হয়েছে, শেষ হবে ১৭ আগস্ট।
টুর্নামেন্টে রাশিয়া ছাড়াও অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, বেলারুশ, বুলগেরিয়া, জার্মানি, ভারত, কাজাখস্তান, স্পেন, দক্ষিণ কোরিয়া, তুরস্ক এবং ফ্রান্স— এই ১০ দেশের প্রতিযোগীরা।
টুর্নামেন্টের আয়োজক রাশিয়ার বেসামরিক ড্রোন বিষয়ক সংস্থা রাশিয়ান ড্রোন রেস ফেডারেশন। সংস্থার প্রেসিডেন্ট ইলিয়া গালায়েভ বলেন, “বেসামরিক ড্রোন খাতের উন্নয়নের জন্য রাশিয়ার কেন্দ্রীয় সরকারের অধীন কর্মসূচির আওতায় আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্ট। প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে ২০২৩ সালে এই কর্মসূচি শুরু হয়েছে।”
টুর্নামেন্টে নিজের সঙ্গে আনা ড্রোন নিয়ে বিভিন্ন খেলা দেখাবেন প্রতিযোগীরা। যিনি চ্যাম্পিয়ন হবেন, পুরস্কার হিসেবে তিনি পাবেন ৫০ লাখ রুবল বা ৬৩ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৭৬ লাখ ৪৮ হাজার ৪৭৭ টাকা)।
রাশিয়ার সরকারি টেলিভিশন চ্যানেল আরটিকে ইলিয়া গালায়েভা বলেন, “বেসামরিক ইউএভি ড্রোন কতটা আধুনিক পর্যায়ে পৌঁছেছে, তা চাক্ষুষ করার একটি সুযোগ এই টুর্নামেন্ট। তাছাড়া আমরা মনে করি, দেশের বেসামরিক ড্রোন শিল্পের জন্যও এ টুর্নামেন্ট ইতিবাচক ভূমিকা রাখবে।”
প্রসঙ্গত, বেসামরিক ড্রোন নির্মাণের ব্যাপারটিকে বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার নির্দেশে ২০২৩ সালে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ড্রোন তৈরি ও ওড়ানো সংক্রান্ত বিশেষ কোর্স চালু করা হয়। গত মে মাসে স্কুল পাঠ্যক্রমেও এই কোর্স অন্তর্ভুক্ত করা হয়েছে।
সূত্র : আরটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।