বিনোদন ডেস্ক : এবার যুক্তরাষ্ট্রের স্টুডেন্ট ওয়ার্ল্ড ইমপ্যাক্ট ফিল্ম ফেস্টিভালের আসরে বেস্ট সেমিফাইনাল অ্যাওয়ার্ড পেল ‘অসমাপ্ত চা’। এর আগে ১৬তম ঢাকা আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও স্বাধীন চলচ্চিত্র উৎসবে মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপের ‘অসমাপ্ত চা’ প্রথমবারের মতো প্রদর্শিত হয়।
একক চরিত্রের এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ লেখেন মৌসুমী আচার্য্য। এটি পরিচালনা করেছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ।
নিউয়েরা ফিকশনের ব্যানারে এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মিত হয়।
প্রায় পাঁচ বছরের বিরতি শেষে ‘অসমাপ্ত চা’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে ফিরেছিলেন নৃত্যশিল্পী ও অভিনেত্রী চাঁদনী।
‘অসমাপ্ত চা’তে একজন নারীর কন্যা থেকে স্ত্রী ও জননী হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে। সময়ের পরিবর্তনে ও বাস্তবতার নিরীখে কিভাবে একটি মেয়ের ছোট ছোট স্বপ্ন, সাধ ও ইচ্ছাগুলো হারিয়ে যায়, তারই প্রতিচ্ছবি এই চলচ্চিত্র।
নারীর কাঁধে যখন একে একে দায়িত্ব ও কর্তব্যের ভার এসে পড়তে থাকে, তখন তার নিচে চাপা পড়ে যায় একজন নারীর ছোট ছোট স্বপ্নগুলো। যা আমাদের বর্তমান সমাজেরই চিত্র।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।