অব্যবহৃত ইন্টারনেট ডাটা পরবর্তী প্যাকেজে কেন অন্তর্ভুক্ত নয় : হাইকোর্ট

Court

জুমবাংলা ডেস্ক : মোবাইল ইন্টারনেটে অব্যবহৃত ডাটা প্যাক পরবর্তী প্যাকেজে অন্তর্ভুক্ত করতে কেন নির্দেশ দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

Court

রবিবার (১৬ ফেব্রুয়ারি) এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে ১৩ জানুয়ারি মেয়াদ শেষে অবশিষ্ট ইন্টারনেট ডাটা, মিনিট ও এসএমএস পরবর্তী প্যাকেজে যুক্ত করতে সরকার ও কোম্পানিদের আইনি নোটিশ পাঠানো হয়।

ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসির চেয়ারম্যান, গ্রামীণ ফোন, রবি আজিয়াটা লিমিটেড, বাংলালিংক লিমিটেড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড বরাবর এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মিজানুর রহমান।

Motorola Razr 60 Ultra: স্টাইলিশ ডুয়াল ডিসপ্লে নিয়ে বাজার কাঁপাতে আসছে!

বর্তমানে, গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটকের মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার পর অব্যবহৃত ডেটা আর ব্যবহার করতে পারেন না। প্যাকেজের সময়সীমা শেষ হওয়ার আগেই আবার ডেটা প্যাকেজ না কিনে রাখলে ব্যবহারকারীরা অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পারেন না।