বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দিয়ে থাকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, আইএসপি। নানা কারণে এসব প্রতিষ্ঠানকে মাঝে মধ্যেই তাদের শাস্তির মুখে পড়তে হয়। এবার তো আইএসপি লাইসেন্স কনর্ভাসন প্রতিপালন না করায় ৫৫টি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরমধ্যে রয়েছে ৪টি ন্যাশনওয়াইড আইএসপি, ৭টি সেন্ট্রাল জোন এবং বাকি ৪৪টি জোনালের।
ইতোমধ্যেই সকল আইআইজিকে লাইসেন্স বাতিলকৃত প্রতিষ্ঠানগুলোর আপস্ট্রিম/ব্যান্ডউইথ সংযোগ বিচ্ছিন্ন করতে চিঠি দেওয়া হয়েছে বিটিআরসির তরফ থেকে। ২৩১টি ক্যাটাগরি লাইসেন্সধারী প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায়। কমিশনের আগামী মিটিংয়ে ওই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
লাইসেন্স বাতিল করা ন্যাশনওয়াইড আইএসপি’র মধ্যে রয়েছে, র্যাঙ্কস টেলিকম লিমিটেড, ডিজিটাল কানেকটিভিটি লিমিটেড, একসিকম লিমিটেড এবং ইয়ারটেল সার্ভিসেস।
এ বিষয়ে জানতে চাইলে আইএসপিএবি সভাপতি ইমদাদুল হক বলেন, বর্তমানে দেশে দুই হাজার একশর মতো আইএসপি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে এক হাজার ৭০০ কোম্পানি আমাদের সদস্য। যে ৫৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল হয়েছে তারমধ্যে মাত্র ৯টি প্রতিষ্ঠান আমাদের সদস্য। এরা ব্যবসায় ততটা সিরিয়াস না।
একজন নয় দুইজনকে নিয়ে রাত কাটাচ্ছিলেন অজয় দেবগনের মেয়ে নাইসা!
তিনি আরও বলেন, অনেকেই নতুন নীতিমালা অনুযায়ী লাইসেন্স কনভার্সনের বিষয়টি ভালোভাবে বুঝেনি। কেউ শুধুই অনলাইনে করেছে। কেউ আবার সরাসরি বা ডাকে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু এটা অনলাইন ও অফলাইন দুইভাবেই করতে হবে। কারো কারো ঢিলেঢালা ভাব ছিলো। গুরত্ব দেয়নি। আবার তালিকায় থাকা অনেকেই আছে যারা ব্যবসা করতে পারছে না। সব মিলিয়ে যারা যোগ্য নয় বা ব্যবসা করতে চায় না তালিকায় তাদের সংখ্যাই বেশি। এদের লাইসেন্স বাতিল হলে ইন্টারনেট সেবায় কোনো প্রভাব ফেলবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।